আসন্ন সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীর বাকযুদ্ধ। দুই দলই দিচ্ছে হরেক রকমের প্রতিশ্রুতি। নির্বাচনের বৈতরণী পার হতে বিএনপি এখন মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মুক্তিযুদ্ধের বয়ান। জামায়াতকে ঘায়েল করতে বিএনপির মূল অস্ত্র ‘মুক্তিযুদ্ধ’ ও ‘যুদ্ধাপরাধ’ ইস্যু। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতন ও গণতন্ত্রের পথে জনগণের পথচলা, আশা-আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ রূপরেখার কথা বলছেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা।