হোম > বিশ্ব

মুসলিম বিশ্বে পাকিস্তানের অবদানের প্রশংসা করে যা বললেন সিসি

আমার দেশ অনলাইন

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি বলেছেন, মুসলিম বিশ্বের প্রতি পাকিস্তানের অবদান ইতিবাচক ও সক্রিয়। শনিবার কায়রোর ইতিহাদিয়া রাষ্ট্রপতি প্রাসাদে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সঙ্গে সাক্ষাতে তিনি এই প্রশংসা করেন।

শনিবার পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বৈঠকে দুই নেতা পাকিস্তান ও মিশরের মধ্যে ঐতিহ্যবাহী বন্ধুত্ব পুনর্ব্যক্ত করেন এবং অর্থনীতি, প্রযুক্তি, নিরাপত্তা ও সমাজ-সংস্কৃতি সহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।

ফিল্ড মার্শাল আসিম মুনির মিশরের নেতৃত্বের প্রশংসা করে বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে মিশর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অপরদিকে প্রেসিডেন্ট সিসি বলেন, দুই দেশের মধ্যে কৌশলগত সমন্বয় ও জনগণের পারস্পরিক সম্পর্ক আরও গভীর করা প্রয়োজন।

আইএসপিআর আরো জানায়, বৈঠকে নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং প্রতিরক্ষা খাতে পারস্পরিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন দুই নেতা। ফিল্ড মার্শাল আসিম মুনির বর্তমানে মিশরে সরকারি সফরে রয়েছেন, যার লক্ষ্য দুই দেশের মধ্যে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো।

এর আগেআসিম মুনির মিশরের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আব্দুল মাগেদ সাকার এবং সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ খলিফা ফাতেহির সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, পারস্পরিক স্বার্থ এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

পরে ফিল্ড মার্শাল মুনির আল-আজহার মসজিদে গ্র্যান্ড ইমাম শেখ আহমেদ এল তাইয়েবের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় মুসলিম উম্মাহর বর্তমান চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় হয়। সেনাপ্রধান ইসলামের বিকৃত ব্যাখ্যা ও চরমপন্থী মতাদর্শ নির্মূলের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সার্বিকভাবে সফরটি পাকিস্তান ও মিশরের কৌশলগত সম্পর্ক আরও গভীর করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

এবার ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পেল চীন

চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের সিদ্ধান্তে যুক্তরাজ্যের প্রতি কড়া সমালোচনা ট্রাম্পের

চীনের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

ভারতে বিজেপির সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, ৩ দিনের শোক ঘোষণা