হোম > বিশ্ব

ভারতের বেরেলিতে মুসলিম নির্যাতন, গ্রেপ্তার ৮০

আমার দেশ অনলাইন

ভারতে উত্তরপ্রদেশের বেরেলিতে মুসলিমদের দোকান সিলগালা করা হয়। ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের বেরেলিতে ‘আই লাভ মোহাম্মদ’ আন্দোলনকে কেন্দ্র করে মুসলিম জনগোষ্ঠীর ওপর ব্যাপক সহিংসতা চালানোর অভিযোগ পাওয়া গেছে রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে। এরই অংশ হিসেবে দেশটিতে ১০টি এফআইআর ও ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৩৮টি দোকান সিলগালা এবং মুসলিমদের অনেক দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান দখল করে নেওয়ার ঘটনা ঘটেছে।

এ সময় অনেক নিরপরাধ ও অপ্রাপ্তবয়স্ক মানুষকে বেশ কয়েক দিন ধরে আটকে রেখেছে পুলিশ।

ভুক্তভোগী এক নারী বলেন, ‘গত শুক্রবার আমার ছেলে বাসায় ছিল। রাত ৮টার দিকে দুধ কিনতে বের হলে, পুলিশ তাকে ধরে নিয়ে যায়। এখন চার দিনের বেশি হয়ে গেছে। পুলিশ আমাদের তাকে দেখতে দিচ্ছে নাও। আমার ছেলে নির্দোষ।’

কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন ওই মা। তিনি বলেন, ‘আমি অসুস্থ, শ্বাসকষ্টের সমস্যা আছে। তবুও চার দিন ধরে সকাল ৬টা থেকে থানায় এসে রাত ১২টার দিকে ঘরে ফিরছি। সারা দিন এখানে দাঁড়িয়ে থাকি, আশা করি কেউ না কেউ ছেলের খবর দেবে।’

বেরেলির সিটি কোটওয়ালি থানার বাইরে এমন অনেক পরিবার অপেক্ষা করছিল। তাদের অভিযোগ, পুলিশ তাদের স্বজনদের ধরে নিয়ে গেছে এবং দেখা করতে দিচ্ছে না। পরিবারগুলোর দাবি, যাদের আটক করা হয়েছে, তাদের সাম্প্রতিক ঘটনায় কোনো সম্পৃক্ততা নেই।

বেরেলির এসএসপি অনুরাগ আর্য জানান, এ পর্যন্ত সহিংসতার ঘটনায় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১০টি এফআইআর এবং ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার বেলা ৩টা থেকে ইন্টারনেট বন্ধ রয়েছে, যা গতকাল শনিবার বেলা ৩টার পর চালু করা হয়েছে।

শুক্রবার জুমার নামাজের আগে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয় এবং নজরদারির জন্য ড্রোন ব্যবহার করা হয়। সম্প্রতি ভিম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ ও কংগ্রেস সাংসদ ইমরান মাসুদকে সাহারানপুরে গৃহবন্দি করে রাখা হয়েছে, যাতে তারা সহিংসতায় ক্ষতিগ্রস্ত বেরেলিতে যেতে না পারেন।

সিরিয়ায় সরকার ও এসডিএফের মধ্যে যুদ্ধবিরতি

স্পেনে ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, চালক নিহত

গাজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় ৪ হাজার আশ্রয়কেন্দ্র: জাতিসংঘ

গাজায় শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে তুরস্ক: এরদোয়ান

ট্রাম্পের অভিবাসননীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন তুললেন মার্কিন ক্যাথলিক ধর্মযাজকেরা

বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

ভয়াবহ দাবানলে বিধ্বস্ত চিলি, সহায়তার জন্য আর্তনাদ

তেল বিক্রি থেকে ৩০ কোটি ডলার পেল ভেনেজুয়েলা

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার ব্যক্তিদের শাস্তির প্রক্রিয়া শুরু