হোম > বিশ্ব

ভারতের বেরেলিতে মুসলিম নির্যাতন, গ্রেপ্তার ৮০

আমার দেশ অনলাইন

ভারতে উত্তরপ্রদেশের বেরেলিতে মুসলিমদের দোকান সিলগালা করা হয়। ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের বেরেলিতে ‘আই লাভ মোহাম্মদ’ আন্দোলনকে কেন্দ্র করে মুসলিম জনগোষ্ঠীর ওপর ব্যাপক সহিংসতা চালানোর অভিযোগ পাওয়া গেছে রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে। এরই অংশ হিসেবে দেশটিতে ১০টি এফআইআর ও ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৩৮টি দোকান সিলগালা এবং মুসলিমদের অনেক দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান দখল করে নেওয়ার ঘটনা ঘটেছে।

এ সময় অনেক নিরপরাধ ও অপ্রাপ্তবয়স্ক মানুষকে বেশ কয়েক দিন ধরে আটকে রেখেছে পুলিশ।

ভুক্তভোগী এক নারী বলেন, ‘গত শুক্রবার আমার ছেলে বাসায় ছিল। রাত ৮টার দিকে দুধ কিনতে বের হলে, পুলিশ তাকে ধরে নিয়ে যায়। এখন চার দিনের বেশি হয়ে গেছে। পুলিশ আমাদের তাকে দেখতে দিচ্ছে নাও। আমার ছেলে নির্দোষ।’

কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন ওই মা। তিনি বলেন, ‘আমি অসুস্থ, শ্বাসকষ্টের সমস্যা আছে। তবুও চার দিন ধরে সকাল ৬টা থেকে থানায় এসে রাত ১২টার দিকে ঘরে ফিরছি। সারা দিন এখানে দাঁড়িয়ে থাকি, আশা করি কেউ না কেউ ছেলের খবর দেবে।’

বেরেলির সিটি কোটওয়ালি থানার বাইরে এমন অনেক পরিবার অপেক্ষা করছিল। তাদের অভিযোগ, পুলিশ তাদের স্বজনদের ধরে নিয়ে গেছে এবং দেখা করতে দিচ্ছে না। পরিবারগুলোর দাবি, যাদের আটক করা হয়েছে, তাদের সাম্প্রতিক ঘটনায় কোনো সম্পৃক্ততা নেই।

বেরেলির এসএসপি অনুরাগ আর্য জানান, এ পর্যন্ত সহিংসতার ঘটনায় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১০টি এফআইআর এবং ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার বেলা ৩টা থেকে ইন্টারনেট বন্ধ রয়েছে, যা গতকাল শনিবার বেলা ৩টার পর চালু করা হয়েছে।

শুক্রবার জুমার নামাজের আগে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয় এবং নজরদারির জন্য ড্রোন ব্যবহার করা হয়। সম্প্রতি ভিম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ ও কংগ্রেস সাংসদ ইমরান মাসুদকে সাহারানপুরে গৃহবন্দি করে রাখা হয়েছে, যাতে তারা সহিংসতায় ক্ষতিগ্রস্ত বেরেলিতে যেতে না পারেন।

৩০০ কোটি টাকা বাজেটে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন ভারতে

যে কারণে ফিলিস্তিনি নেতা বারঘুতিকে হত্যা করতে চায় ইসরাইল

আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ৫

হাসিনার অবস্থান ও ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে যা বলল ভারত

আন্তর্জাতিক সম্প্রদায়কে মুসলিম ঐতিহ্য রক্ষার আহ্বান পাকিস্তানের

গাজার বাসিন্দাদের নিয়ে ইসরাইলি পরিকল্পনা প্রত্যাখ্যান ৮ মুসলিম দেশের

৪ আফগান কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক তালিকা থেকে সিরিয়াকে বাদ দিল কানাডা

আসিম মুনিরকে ‘মানসিকভাবে অসুস্থ’ বলায় ইমরান খানকে যা বলল সেনাবাহিনী

জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে শুনানি করবে মার্কিন সুপ্রিম কোর্ট