হোম > বিশ্ব

দিল্লিতে দূষণবিরোধী বিক্ষোভ, আটক ৮০

আমার দেশ অনলাইন

ছবি: বার্তা সংস্থা এপি

ভারতের রাজধানী নয়াদিল্লি এবং আশেপাশের এলাকায় বায়ু দূষণ মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে ইন্ডিয়া গেটে বিক্ষোভ করেছে শত শত মানুষ। এ সময় প্রায় ৮০ জনকে আটক করে পুলিশ। খবর বিবিসির।

রোববার ইন্ডিয়া গেটে বিক্ষোভে অংশ নেয় শিশুসহ সকল বয়সী মানুষ। ‘আমরা নিঃশ্বাস নিতে চাই’, ‘আমরা বাঁচতে চাই’, এমন সব প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভকারীরা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান।

বিক্ষোভ থেকে প্রায় ৮০ জনকে আটক করে পুলিশ। পুলিশ জানায় বিক্ষোভকারীদের ইন্ডিয়া গেটের কাছে জড়ো হওয়ার অনুমতি ছিল না।

দিল্লি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা দেবেশ মাহলা বলেন, ইন্ডিয়া গেট কোনো প্রতিবাদের স্থান নয়। এটি একটি উচ্চ-নিরাপত্তা এলাকা।

ভারতের কেন্দ্রীয় সরকারের দূষণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সোমবার বায়ু মান সূচকে দিল্লির অবস্থান ছিল ‘খুবই খারাপের’ তালিকায়। বায়ু মান স্কোর ০ থেকে ৫০ এর মধ্যে থাকলে বাতাস ‘নিরাপদ’, আর ৪০১ থেকে ৫০০-র মধ্যে থাকলে ‘অত্যধিক বিপজ্জনক’। সোমবার সকালে নয়াদিল্লির স্কোর ছিল ৩৪৫।

যানবাহনের ধোঁয়া, ধুলা এবং শিল্প দূষণের কারণে দিল্লি এবং এর শহরতলিতে সারাবছর ধরে বাতাসের মান তুলনামূলকভাবে খারাপ থাকে। কিন্তু শীতকালে সমস্যা আরো খারাপ হয় কারণ আশপাশের রাজ্যগুলোতে কৃষকরা ফসলের খড় পোড়ান এবং বাতাসের গতি কম থাকায় দূষণকারী পদার্থ মাটির কাছাকাছি আটকে থাকে।

আফগান-পাকিস্তান উত্তেজনার মধ্যে ইসলামাবাদ সফরে যাচ্ছে তুরস্কের মন্ত্রীরা

বিরোধীদের আপত্তির মধ্যে ২৭তম সংশোধনী বিল উপস্থাপন

ইউক্রেনের তিন গ্রাম দখল করলো রাশিয়া

আল-শারার মাধ্যমে সিরিয়ার কূটনীতি নতুন পর্বে

ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরে চলছে ভোট

শুকিয়ে যাচ্ছে তেহরানের খাবার পানির উৎস, সামনে কী হবে

চীনা কূটনীতিকের মন্তব্যে জাপানের ক্ষোভ, যুক্তরাষ্ট্রের নিন্দা

গাজায় সুরঙ্গে আটকে পড়া ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার চেষ্টা তুরস্কের

ইকুয়েডরে কারাগারে দাঙ্গা, ৩১ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিককে ২ হাজার ডলার দেয়ার ঘোষণা ট্রাম্পের