ভেনেজুয়েলার নতুন অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার থেকে কারাবন্দি আমেরিকান নাগরিকদের মুক্তি দেওয়া শুরু করেছে। এক মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে স্বাগত জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা ভেনেজুয়েলায় আটক আমেরিকানদের মুক্তিকে স্বাগত জানাই। এটি অন্তর্বর্তী কর্তৃপক্ষের সঠিক পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” তবে তিনি বন্দিদের মুক্তির সংখ্যা বা অন্যান্য বিস্তারিত তথ্য জানাননি, শুধু উল্লেখ করেছেন যে একাধিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আমলের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এখন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধের প্রেক্ষিতে বন্দিদের মুক্তির নির্দেশ দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করায় তিনি ফের সেখানে হামলার নির্দেশ বাতিল করেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করা হলে দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দমন করতে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছিল, যার ফলে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল।
এর আগে, ভেনেজুয়েলা স্প্যানিশ ও ইতালীয় নাগরিকদেরও কারাগার থেকে মুক্তি দিয়েছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বিদেশে আটক নাগরিকদের মুক্তিকে একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে আসছে।
এসআর/এসআই