ছবি: সংগৃহীত
হোম > বিশ্ব

পাকিস্তান-আফগান সংঘাত বন্ধে মধ্যস্থতায় ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার অঙ্গীকার করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে দাবি করেছেন, যুদ্ধ বন্ধে ও শান্তি স্থাপনে তিনি অত্যন্ত দক্ষ। রোববার ইসরাইলে যাওয়ার সময় এয়ারফোর্স ওয়ানের ভেতরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

গাজা যুদ্ধ প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ পর্যন্ত আমি আটটি যুদ্ধ থামিয়েছি। এ সময় আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধের কথা উঠলে তিনি বলেন, দেশে ফিরে সেটাও দেখব। আমি অন্য একটি যুদ্ধ থামাতে যাচ্ছি, কারণ যুদ্ধ বন্ধে এবং শান্তি স্থাপনে আমি পারদর্শী। এটা করা সম্মানের উল্লেখ করে তিনি বলেন, আমি লাখ লাখ জীবন বাঁচিয়েছি।

গত শনিবার গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। এতে দেশ দুটির কয়েক ডজন সেনাসদস্য নিহত হন। ২০২১ সালে তালেবানরা পুনরায় আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর দেশ দুটির মধ্যে এটি ছিল সবচেয়ে বড় রক্তক্ষয়ী সংঘর্ষ।

তালেবান সরকার দাবি করেছে, পাকিস্তান দেশটির আকাশসীমা লঙ্ঘন করে একটি বাজারে বোমা হামলা চালায়। এতে সংঘর্ষ শুরু হয় প্রতিবেশী দেশ দুটির মধ্যে।

মারিয়া কোরিনা মাচাদোর নোবেল শান্তি পুরস্কার পাওয়া প্রসঙ্গে ট্রাম্প বলেন, নোবেল কমিটিকে সুবিচার করতে হবে। ২০২৫ সালে ঘটে যাওয়া এবং সম্পন্ন হওয়া অনেক গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় তারা অন্য সিদ্ধান্ত নিতে পারত। কিন্তু আমি এটা নোবেলের জন্য করিনি, করেছি প্রাণ বাঁচানোর জন্য।

ইসরাইলের আইনসভা নেসেটে সোমবার ট্রাম্প ভাষণ দিয়েছেন। যেখান থেকে তিনি মিসরের শারম আল শেখে যান গাজা যুদ্ধ বন্ধে চুক্তি করার জন্য।

আই লাভ মুহাম্মদ বলায় ভারতে মুসলিমদের ওপর দমন-নিপীড়ন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

গাজায় সফল হলেও কেন ইউক্রেন নিয়ে হিমশিম খাচ্ছেন ট্রাম্প

যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই ইউক্রেনে রাশিয়ার হামলা

সংবাদবিষয়ক প্রশ্নে অর্ধেক সময়ই ভুল করে এআই

জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

হেলিকপ্টার দুর্ঘটনার কবলে ভারতের রাষ্ট্রপতি

ভারতীয় পণ্য আমদানিতে মার্কিন শুল্ক কমছে

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গাজায় স্বাস্থ্য সংকট কয়েক প্রজন্ম থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা