হোম > বিশ্ব

ক্যারিবীয় অঞ্চলে হারিকেন মেলিসার তাণ্ডব, নিহত ২৫

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ক্যারিবীয় অঞ্চলে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে হারিকেন মেলিসা। ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস হয়েছে, প্লাবিত হয়েছে আশেপাশের এলাকা। ঝড়ে নিহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। জ্যামাইকা, হাইতি ও কিউবায় ঘরবাড়ি, হাসপাতাল ও সড়ক ধ্বংস হয়ে গেছে। দ্বীপ দেশগুলোর অনেক এলাকাই এখনো বিদ্যুৎবিহীন ও যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। খবর বিবিসির।

মঙ্গলকার জ্যামাইকায় আঘাত হানে ক্যাটাগরি-৫ মাত্রার হারিকেন মেলিসা, যা দেশটির ইতিহাসে রেকর্ড করা সর্বোচ্চ মাত্রার ঘূর্ণিঝড়। ধীরে ধীরে এর প্রভাব আরো স্পষ্ট হচ্ছে। ঝড়ের আঘাতে দেশটিতে কমপক্ষে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলনেস জানিয়েছেন ‘হাসপাতাল, আবাসিক ও বাণিজ্যিক ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি সড়ক অবকাঠামোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি জানান, ‘পুরো দেশটাই যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘৮০ থেকে ৯০ শতাংশ বাড়ির ছাদ উড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতাল, লাইব্রেরি, পুলিশ স্টেশন, বন্দরঘরসহ অন্যান্য সরকারি স্থাপনা।’

জ্যামাইকায় তাণ্ডব চালিয়ে মেলিসা আঘাত হানে হাইতিতে। ঘণ্টায় প্রায় ১৮০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়টি সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস–কানেল জনগণকে সতর্ক থাকতে বলেন।

দেশটিতে মেলিসার প্রভাবে দেখা দেয় বন্যা। এতে কমপক্ষে ২০ জন মারা গেছে।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যার পর ঝড়টি বাহামাসের দিকে অগ্রসর হয়েছে। সেখানে বিপজ্জনক জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। এরপর এটি আরও উত্তরে বারমুডা হয়ে শুক্রবার রাতে কানাডার সেন্ট জনস শহরের কাছে গিয়ে প্রবল এক্সট্রা-ট্রপিকাল সাইক্লোনে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে।

আরএ

এবার পারমাণবিক সুপার টর্পেডোর পরীক্ষা চালালো রাশিয়া

প্রথম বৈঠক ব্যর্থ, আবারো আলোচনায় পাক আফগান প্রতিনিধিদল

ভারতে মারা গেলেন আ. লীগের সাবেক এমপি

কেন বারবার ইসরাইলি আক্রমণের শিকার জলপাই গাছ

৭ অক্টোবরের ঘটনার জন্য ইসরাইলের দখলদারিত্বই বেশি দায়ী

ট্রাম্প–শি বৈঠক: আলোচনায় প্রাধান্য পেলো যে বিষয়গুলো

আসামে ‘বাংলাদেশের জাতীয় সঙ্গীত’, রাষ্ট্রদ্রোহ মামলার নির্দেশ

প্রশান্ত মহাসাগরে নৌযানে ফের মার্কিন হামলা, নিহত ৪

মোদিকে ‘খুনি’ বললেন ট্রাম্প

ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে কি না, জানালেন আইএইএ প্রধান