মস্কোয় অনুষ্ঠিত আলোচনায় কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ শেষ করতে ইচ্ছুক। এ সময় ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার ক্রেমলিনে পুতিনের সঙ্গে বৈঠক করেন।
মস্কো জানায়, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের কিছু অংশ গ্রহণযোগ্য নয়, বিশেষ করে দোনবাসের কিছু এলাকা ইউক্রেনের থেকে ছাড়ার প্রস্তাব। ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমি বলতে পারি তারা প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যথেষ্ট ভালো বৈঠক করেছেন। আলোচনাটি খুব ভালো হয়েছে, তবে এখনই কিছু বলা কঠিন।” তিনি আরও উল্লেখ করেন, “পুতিন যুদ্ধ শেষ করতে চান। তাদের ধারণা সেটাই।”
ট্রাম্পের দাবি অনুযায়ী, ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবে প্রায় সম্মতি দিয়েছে। তবে তিনি বলেছেন, কিয়েভের উচিত ছিল আগে থেকে সম্মতি দেওয়া, বিশেষ করে ফেব্রুয়ারিতে জেলেনস্কির সঙ্গে উত্তপ্ত বৈঠকের সময়।
মঙ্গলবার ও বুধবারের বৈঠকের পর, উইটকফ ও কুশনার বৃহস্পতিবার ফ্লোরিডায় ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভের সঙ্গে বৈঠক করবেন।
ক্রেমলিন সতর্ক করে জানিয়েছে, আপস হয়নি, তবে পুতিন পুরো প্রস্তাব প্রত্যাখ্যান করেননি এবং কূটনীতির প্রতি অঙ্গিকারবদ্ধ। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “শান্তি চুক্তির জন্য যতবার প্রয়োজন আমরা বৈঠকে বসতে প্রস্তুত।”
কিয়েভের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, শান্তির সুযোগ এসেছে, তবে রাশিয়ার ওপর চাপ বজায় রাখতে হবে। ইউরোপীয় দেশগুলোও আশঙ্কা করছে, ওয়াশিংটন ও মস্কো তাদের ছাড়াই সমঝোতায় পৌঁছাতে পারে।
এসআর