হোম > বিশ্ব

ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুহার্তোকে ‘জাতীয় বীর’ ঘোষণা

আমার দেশ অনলাইন

ছবি: বিবিসি

ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুহার্তোকে ‘জাতীয় বীর’ হিসেবে ঘোষণা করেছে জাকার্তা। সোমবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সভাপতিত্বে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়। সুহার্তোর মানবাধিকার রেকর্ড নিয়ে বিতর্ক থাকায় সরকারের এই পদক্ষেপ দেশটিতে তীব্র বিরোধীতার জন্ম দিয়েছে। খবর বিবিসির।

১৯৬০ থেকে ১৯৯০ এর দশকে সুহার্তোর শাসনামলে একদিকে যেমন ইন্দোনেশিয়ায় দ্রুত অর্থনৈতিক উন্নয়ন হয়, অন্যদিকে তেমনি সহিংস রাজনৈতিক দমন-পীড়নও চালায় তার সরকার। সেই সময় লাখ লাখ রাজনৈতিক ভিন্নমতাবলম্বীকে হত্যা করা হয়েছিল বলে ধারণা করা হয়।

জাতীয় বীর পুরস্কার একটি বার্ষিক অনুষ্ঠান, যা দেশের প্রতি বিশেষ অবদান রাখার জন্য দেয়া হয়।

প্রেসিডেন্টের সামরিক সচিব কর্তৃক পঠিত এক ডিক্রিতে, দেশের জাতীয় বীরদের তালিকায় যুক্ত হওয়া ১০ জনের মধ্যে সুহার্তোকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অক্টোবরে ইন্দোনেশিয়ার সামাজিক ও সংস্কৃতি মন্ত্রণালয় প্রায় ৫০ জনকে এই পুরস্কারের জন্য মনোনীত করে- যার মধ্যে সুহার্তোও ছিলেন।

কিন্তু জাতীয় বীর হিসেবে সুহার্তোকে সম্মানিত করার বিষয়টি নাগরিক সমাজের কাছ থেকে উল্লেখযোগ্য বিরোধিতার মুখোমুখি হয়েছে।

গত সপ্তাহে সুহার্তোর মনোনয়নের প্রতিবাদে জাকার্তায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এছাড়া অনলাইন পিটিশনে স্বাক্ষর করে প্রায় ১৬ হাজার মানুষ।

সোমবার জাকার্তায় আরেকটি বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে এবং বিক্ষোভের আশঙ্কায় শত শত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।

১৯৬৫ সালে ক্ষমতায় আসেন সুহার্তো। তার তিন দশকের শাসনামল ছিল নির্যাতন, গুম এবং নাগরিক স্বাধীনতার দমন-পীড়নের ইতিহাস। ৫০ বছর আগে পূর্ব তিমুরে তার আক্রমণ ছিল স্নায়ু যুদ্ধের যুগের সবচেয়ে নৃশংস সামরিক অভিযানগুলোর মধ্যে একটি।

তারপরও সুহার্তোর দীর্ঘ শাসনামলে ইন্দোনেশিয়ায় ব্যাপক আধুনিকায়ন হয়। ব্যাপক দমন-পীড়ন সত্ত্বেও, তার প্রধান লক্ষ্য ছিল দেশে উন্নয়ন এবং স্থিতিশীলতা আনা।

আরএ

ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরে চলছে ভোট

শুকিয়ে যাচ্ছে তেহরানের খাবার পানির উৎস, সামনে কী হবে

দিল্লিতে দূষণবিরোধী বিক্ষোভ, আটক ৮০

চীনা কূটনীতিকের মন্তব্যে জাপানের ক্ষোভ, যুক্তরাষ্ট্রের নিন্দা

গাজায় সুরঙ্গে আটকে পড়া ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার চেষ্টা তুরস্কের

ইকুয়েডরে কারাগারে দাঙ্গা, ৩১ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিককে ২ হাজার ডলার দেয়ার ঘোষণা ট্রাম্পের

ইসরাইলের ভূগর্ভস্থ কারাগারে বিনা বিচারে আটক ফিলিস্তিনিরা

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ফের ইসরাইলি হামলা, নিহত ২

জার্মানিতে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি সিরীয় অভিবাসীরা