সুদানে চলমান সহিংসতা ও হত্যাকাণ্ড বন্ধে সাহায্য করার জন্য জি-২০ দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস । এসময় দ্রুত যুদ্ধবিরতি বাস্তবায়ন ও অবাধ মানবিক সহায়তা প্রবেশে সহযোগীতার আহ্বান জানান তিনি।
তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, শুক্রবার (২০ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন গুতেরেস । তিনি বলেছেন, সুদানে শান্তি প্রয়োজন। আর এর জন্য প্রয়োজন তাৎক্ষণিক শত্রুতা বন্ধ করে মানবিক সহায়তার দ্রুত, নিরাপদ ও নিরবচ্ছিন্ন সরবরাহ। এর পাশাপাশি তিনি বহিরাগত পক্ষগুলোকে সুদানে অস্ত্র ও যোদ্ধা সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
তিনি এসময় জোর দিয়ে বলেন, সুদানের সশস্ত্র বাহিনী এবং আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে অবশ্যই আলোচনার টেবিলে আসতে হবে।
এছাড়া তিনি পূর্ব গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো সরকার এবং এম২৩ বিদ্রোহীদের মধ্যকার সংঘাতের কথা তুলে বলেন, বিশ্বের এখন একটি স্থায়ী সমাধান প্রয়োজন, যার মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান দিবে, একই সাথে অস্থিতিশীলতা এবং সহিংসতার মূল কারণগুলোকে দূর করে দিবে।"
গুতেরেস আরও সতর্ক করে বলেছেন, পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, সশস্ত্র গোষ্ঠীগুলি দেশগুলোর দুর্বল শাসনব্যবস্থা এবং উত্তেজনাকে কাজে লাগাচ্ছে।
গুতেরেস বলেছেন, হাইতি থেকে ইয়েমেন, মিয়ানমার এবং তার বাইরে সর্বত্র, আমাদেরকে আন্তর্জাতিক আইনের অধীনে একটি শান্তি প্রক্রিয়ার পথ বেছে নিতে হবে।