হোম > বিশ্ব

গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৭৩ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন

ছবি: বিবিসি

গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় একদিনে কমপক্ষে ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ১৯ জন মারা যান ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। এছাড়া মঙ্গলবার অনাহারে মারা গেছে ছয় বছর বয়সী এক শিশুসহ দুইজন। খবর আল জাজিরার।

উত্তর গাজার জিকিম ক্রসিংয়ের কাছে ত্রাণপ্রার্থীদের ওপর হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা ভয়াবহ চিত্র বর্ণনা করেছেন। সাইদ নামে একজন ব্যক্তি বলেন, ‘চারদিক থেকে গুলিবর্ষণ হচ্ছিল; আমরা জানতাম না কী হচ্ছে। আমাদের সামনে মানুষ মারা যাচ্ছিল, আমাদের পায়ের মাঝখান দিয়ে গুলি উড়ছিল, আর আমরা কিছুই করতে পারছিলাম না।’

তিনি বলেন, ‘আমরা এখানে একমুঠো খাবারের জন্য এসেছিলাম। কিন্তু খাবার পাইনি। আমরা ক্লান্ত, আমরা মারা যাচ্ছি; এক টুকরো রুটির জন্য আমাদের জীবন যাচ্ছে।’

আরেকজন প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আবু নাহল বলেন, ‘চারদিকে গুলি উড়ছিল, আহত এবং মৃতরা আমার চারপাশে পড়ে ছিলো।’

তিনি আরো বলেন, ‘মৃতরা আমাদের পাশেই পড়ে ছিলো, আর আমরা তাদের টেনে বের করছিলাম। আমি এখানে এসেছিলাম শুধু আমার বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করতে। খাবার কেনার টাকা নেই। যদি আমার খাবার আর পানি থাকতো, তাহলে আমি এখানে আসতাম না। আমার কী করা উচিত? চুরি নাকি লুট?’

সকল দেশকে তাদের পাশে দাঁড়ানোর এবং যুদ্ধ বন্ধে সহায়তা করার আহ্বান জানান নাহল।

মে মাসের শেষের দিকে গাজায় ত্রাণ কার্যক্রম শুরু করে বিতর্কিত যুক্তরাষ্ট্র সমর্থিত জিএইচএফ। এরপর থেকে এসব সাহায্য শিবিরে ত্রাণ আনতে গিয়ে ইসরাইলের হামলায় এক হাজার ৮৩৮ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আরএ

ধসে পড়ল ‘স্ট্যাচু অব লিবার্টির’ ১১০ ফুট উঁচু রেপ্লিকা

সেই মুসলিমকে ‘জাতীয় হিরো’ আখ্যা দিয়ে যা বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ায় হামলাকারী সেই বন্দুকধারী আসলেই পাকিস্তানি নাকি ভারতীয়

নিজ আকাশসীমার কাছে অজ্ঞাত ড্রোন ভূপাতিত করলো তুরস্ক

মেসির সফরে বিশৃঙ্খলার জেরে পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী

এবার ভারতীয় রুপির রেকর্ড দরপতন

জিমি লাইয়ের সাজায় দুঃখিত ট্রাম্প, মুক্তি দিতে জিনপিংকে অনুরোধ

৪০ দিনের বেশি অনশনে গুরুতর অসুস্থ ‘প্যালেস্টাইন অ্যাকশন’ বিক্ষোভকারীরা

যুক্তরাজ্যের সঙ্গে প্রযুক্তি চুক্তি স্থগিত করল ট্রাম্প

নারী চিকিৎসকের হিজাব টেনে খুললেন বিহারের মুখ্যমন্ত্রী