হোম > বিশ্ব

নতুন বাবরি মসজিদ বানাতে চেয়ে বরখাস্ত ভারতীয় রাজনীতিক

আমার দেশ অনলাইন

তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একটি নতুন বাবরি মসজিদ তৈরির প্রস্তাব দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তাকে দল থেকে বরখাস্ত করা হয়েছে।

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এক সংবাদ সম্মেলনে জানান, বিধায়ককে তার বক্তব্য সম্পর্কে ‘সতর্ক’ করা হয়েছিল। খবর এনডিটিভির।

ফিরহাদ হাকিম বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, মুর্শিদাবাদের আমাদের এক বিধায়ক হঠাৎ ঘোষণ দিয়েছে যে, তিনি বাবরি মসজিদ নির্মাণ করবেন। হঠাৎ কেন বাবরি মসজিদ? আমরা এরই মধ্যে তাকে সতর্ক করে দিয়েছি। আমরা ধর্মনিরপেক্ষ তত্ত্বে বিশ্বাস করি। আমাদের দলের সিদ্ধান্ত অনুসারে, আমরা বিধায়ক হুমায়ুন কবিরকে বরখাস্ত করছি।’

বেলডাঙ্গায় আগামী ৬ ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন বিধায়ক হুমায়ুন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হুমায়ুন শুক্রবার তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করে নিজের দল গঠন করবেন এবং নতুন বাবরি মসজিদ নির্মাণ চালিয়ে যাবেন।

‘বিজেপি বিভাজনের রাজনীতি করছে’ উল্লেখ করে কলকাতার মেয়র বলেন, ‘কেন ৬ ডিসেম্বর? কবির কেন অন্য নাম বেছে নিলেন না? তিনি মুর্শিদাবাদে একটি স্কুল বা কলেজ তৈরি করতে পারেন। আমরা মনে করি ধর্মীয় বিষয়ের ভিত্তিতে বাংলাকে বিভাজনের চেষ্টা করা বিজেপির নীতি। বিজেপি বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে। নির্বাচনের আগে বিজেপি এই ধরনের কার্ড খেলেছে। আমার মনে হয়, হুমায়ুন কবির এই বিভাজনের রাজনীতিতে পা রেখেছেন।’

এদিকে বিজেপির মুখপাত্র প্রতুল শাহ এ বিষয়ে বলেন, ‘আমি তাদের চ্যালেঞ্জ জানাচ্ছি—যদি তাদের সাহস থাকে, তাহলে মুর্শিদাবাদ বা পশ্চিমবঙ্গের যেকোনো জায়গায় বাবরি মসজিদের মতো কাঠামো নির্মাণের চেষ্টা করুক। এই ধরনের বক্তব্য কেবল সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির জন্যই দেওয়া হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘যদি বাবর, আকবর, শাহজাহান বা আওরঙ্গজেবের নামে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়, তাহলে বাবরি মসজিদ নিয়ে যে ধরনের বিরোধ দেখা দিয়েছিল, এখানেও একই ধরনের বিরোধ দেখা দেবে।’

বাংলাদেশ থেকে সপ্তাহে তিনটি ফ্লাইট যাবে পাকিস্তানে

পুতিন কেন ভারত সফর করছেন

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

পূর্ব এশিয়ার জলসীমায় নজিরবিহীন নৌ–শক্তি প্রদর্শনে চীন, বাড়ছে আঞ্চলিক উত্তেজনা

এক টাকায় মিলছে ১০,৭০০ ইরানি রিয়াল

৪০ বছরের মধ্যে প্রথম সরাসরি বৈঠকে লেবানন-ইসরাইল

রাশিয়া-ইউক্রেন আলোচনায় অচলাবস্থা কাটাতে পারেন কেবল ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ শেষ করতে চান পুতিন, যুক্তরাষ্ট্র–কিয়েভ আলোচনার প্রস্তুতি: ট্রাম্প

ক্যালিফোর্নিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের দুই শহরে অবৈধ অভিবাসন বিরোধী অভিযান শুরু