জাতিসংঘের লেবাননে সাময়িক শান্তিরক্ষা বাহিনী শুক্রবার জানিয়েছে, ইসরাইলি অবস্থান থেকে দুইবার শটগান ও মেশিনগান শেল শান্তিরক্ষীদের খুব কাছাকাছি পড়েছে। কোনো হতাহতের খবর না আসলেও বিষয়টিকে নিন্দা জানিয়ে “উদ্বেগজনক প্রবণতা” হিসেবে উল্লেখ করেছে তারা।
তারা জানিয়েছে, দক্ষিণ লেবাননে পাহারা দিচ্ছিলেন শান্তিরক্ষীরা। প্রথম ঘটনায় ১৫টি ছোট হাতিয়ার গোলা শান্তিরক্ষীদের থেকে মাত্র ৫০ মিটার দূরে পড়েছিল। কিছুক্ষণ পর একই এলাকায় অন্য একটি পাহারার সময় প্রায় ১০০ রাউন্ড মেশিনগানের গুলি শান্তিরক্ষীদের কাছাকাছি পড়েছে। তবে কোনো ক্ষতি বা আহতের খবর পাওয়া যায়নি।
শান্তিরক্ষীরা জানিয়েছেন, এই গুলির উৎস ছিল ব্লু লাইন সীমানার দক্ষিণে অবস্থিত ইসরাইলি সেনার অবস্থান। পরে শান্তিরক্ষা বাহিনী তাদের লিঙ্ক চ্যানেলের মাধ্যমে ইসরাইলি সেনাকে ‘গোলাবর্ষণের’ অনুরোধ পাঠিয়েছে। শান্তিরক্ষা বাহিনী ইসরাইলি সেনাদের আগে থেকে তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানিয়েছিল।
শান্তিরক্ষা বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, “এই ধরনের ঘটনা অতিরিক্ত ঘন ঘন ঘটছে এবং তা উদ্বেগজনক প্রবণতায় পরিণত হচ্ছে। আমরা পুনরায় ইসরাইলি সেনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, শান্তি ও স্থিতিশীলতার জন্য ব্লু লাইনের কাছে কাজ করা শান্তিরক্ষীদের ওপর আক্রমণ বন্ধ করুন।”
সূত্র: আল আরাবিয়া
এসআর