হোম > বিশ্ব

নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ৭

আমার দেশ অনলাইন

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরিতে একটি মসজিদের ভেতরে বোমা বিস্ফোরণে অন্তত সাতজন মুসল্লি নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে জিহাদবিরোধী মিলিশিয়া নেতা বাবাকুরা কোলোর মতে, এটি একটি পরিকল্পিত বোমা হামলা বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাইদুগুরির গামবোরু বাজার এলাকার একটি মসজিদে মাগরিবের নামাজের সময় মুসল্লিরা জড়ো হওয়ার পর বিস্ফোরণটি ঘটে। কেউ কেউ এটিকে আত্মঘাতী হামলা বলেও বর্ণনা করেছেন, যদিও বিষয়টি এখনো নিশ্চিত নয়।

মসজিদের এক নেতা মালাম আবুনা ইউসুফ নিহতের সংখ্যা আটজন বলে দাবি করেছেন। তবে সরকারি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি। নাইজেরিয়ান পুলিশের মুখপাত্র নাহুম দাসো বলেন, বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করা হয়েছে এবং বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে কাজ করছে।

আহতদের সঠিক সংখ্যা জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, একাধিক আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পর মাইদুগুরিতে কর্মরত একটি আন্তর্জাতিক এনজিও তাদের কর্মীদের গামবোরু বাজার এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

উল্লেখ্য, বর্নো রাজ্য দীর্ঘদিন ধরে জিহাদি সংগঠন বোকো হারাম ও ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) বিদ্রোহের কেন্দ্র হিসেবে পরিচিত। ২০০৯ সাল থেকে চলমান এই সংঘাতে জাতিসংঘের হিসাব অনুযায়ী অন্তত ৪০ হাজার মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে মাইদুগুরিতে বড় ধরনের হামলা কমে এলেও গ্রামীণ এলাকায় সহিংসতা অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘ সামরিক অভিযানের পরও বিদ্রোহী গোষ্ঠীগুলো এখনো প্রাণঘাতী হামলা চালানোর সক্ষমতা ধরে রেখেছে।

এসআর

বড়দিনের শুভেচ্ছায় প্রতিপক্ষদের ট্রাম্পের গালাগাল

৪৬ বছরের মধ্যে সোনার দামের সর্বোচ্চ বৃদ্ধি

ইসরাইলের আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো ফিলিস্তিনে বড়দিন উদযাপন

ইউক্রেন যুদ্ধ সমাপ্তির বিষয়ে আশাবাদী বেশিরভাগ রাশিয়ান

ইসরাইলের হুমকি প্রত্যাখ্যান করতে লেবাননকে হিজবুল্লাহর আহ্বান

হামাস প্রতিনিধিদের সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

পিটিআইকে আলোচনার প্রস্তাব পাকিস্তানি প্রধানমন্ত্রীর

কেমন হতে পারে মোদি-পরবর্তী ভারত

গাজায় ইসরাইলের ত্রাণ অবরোধের নিন্দা এরদোয়ানের

সেনেগালের উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২