হোম > বিশ্ব

বিদ্বেষমূলক বক্তব্য দমনে কঠোর পদক্ষেপের ঘোষণা অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর

বন্ডি বিচে হামলা

আমার দেশ অনলাইন

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।

সিডনির জনপ্রিয় বন্ডি বিচে ইহুদিদের একটি ধর্মীয় উৎসবে বন্দুকধারীর হামলায় ১৫ জন নিহত হওয়ার ঘটনায় গভীর ক্ষোভ ও শোক প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। একই সঙ্গে দেশটিতে ঘৃণা, বিভাজন ও মৌলবাদ রুখতে কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন তিনি।

বার্তা সংস্থা এএফপি জানায়, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, “অস্ট্রেলিয়ার জনগণ হতবাক ও ক্ষুব্ধ। আমিও ক্ষুব্ধ। এই অশুভ অভিশাপের বিরুদ্ধে আমাদের আরও দৃঢ়ভাবে দাঁড়াতে হবে।”

রোববার বন্ডি বিচে ইহুদিদের ‘হানুক্কা’ উৎসব চলাকালে বন্দুকধারীর গুলিতে নিহত হন ১৫ জন। নিহতদের মধ্যে ১০ বছর বয়সী একটি শিশুও ছিল। বৃহস্পতিবার ওই শিশুর অন্ত্যেষ্টিক্রিয়ায় বিপুলসংখ্যক শোকার্ত মানুষের উপস্থিতি দেখা যায়।

হামলার পর অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়সহ বিভিন্ন মহল থেকে ইহুদিবিদ্বেষ দমনে সরকারের ব্যর্থতা নিয়ে সমালোচনা ওঠে। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী কট্টরপন্থী ও ঘৃণা ছড়ানো গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনার কথা জানান।

অ্যালবানিজ বলেন, যারা ঘৃণা ও বিভাজন উসকে দেবে, তাদের ভিসা বাতিল বা প্রত্যাখ্যান করা হবে। তিনি আরও জানান, সহিংসতা ও বিদ্বেষমূলক বক্তব্যে জড়িতদের শাস্তির জন্য নতুন ‘অ্যাগ্রাভেটেড হেট স্পিচ’ বা গুরুতর বিদ্বেষমূলক বক্তব্য আইন প্রণয়ন করা হবে। পাশাপাশি বর্ণবাদ ও বর্ণবাদী শ্রেষ্ঠত্ব প্রচারকে ফেডারেল অপরাধ হিসেবে গণ্য করে কঠোর শাস্তির বিধান রাখা হবে।

বিদ্বেষমূলক বক্তব্যে জড়িত নেতাদের সংগঠনগুলোকে তালিকাভুক্ত করার জন্য একটি নতুন ব্যবস্থা চালু করার কথাও জানান তিনি। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা বাড়িয়ে ঘৃণা ছড়ানো ব্যক্তিদের ভিসা বাতিলের প্রক্রিয়া আরও জোরদার করা হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে ইহুদিবিদ্বেষ মোকাবিলায় একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হচ্ছে, যা আগামী ১২ মাস ধরে কাজ করবে।

এসআর

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে ইউরোপকে অধিক নির্ভরতা কমাতে হবে

ট্রাম্পের হুমকি: কলম্বিয়া সেনাবাহিনীর প্রতি যে আহ্বান মাদুরোর

মার্কিন শুল্ক চাপে ভারত, মুক্ত বাণিজ্য চুক্তির আশ্রয়ে নয়া কৌশল

হরমুজ দ্বীপে বৃষ্টির পর রক্তলাল হলো মাটি ও সমুদ্রের পানি

১২৫ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম বছর পার করেছে আর্কটিক

৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল তাইওয়ান

বন্ডির ঘটনার পর অস্ট্রেলিয়ায় ঘৃণামূলক বক্তব্যে কড়াকড়ি

বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড ছুঁইছুঁই, কেন এই ঊর্ধ্বগতি

যুক্তরাষ্ট্রের একের পর এক হুমকি, ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ইরান