মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের পর গাজা পুনর্নির্মাণ করা হবে। স্থানীয় সময় বুধবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাতকারে তিনি একথা বলেন। খবর আল জাজিরার।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, শান্তি চুক্তির প্রথম পর্যায়ের পরে, ‘আপনারা দেখতে পাবেন যে সবাই একসাথে কাজ করছেন এবং গাজা পুনর্নির্মাণ করা হবে।’
ট্রাম্প আরো বলেন, ‘এটি একটি ভিন্ন ধরনের বিশ্ব হতে চলেছে এবং গাজায় সম্পদ ব্যয় করা হবে।’
ইসরাইল-হামাস যুদ্ধ নিয়ে তিনি আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি, গাজা অনেক বেশি নিরাপদ স্থান হতে চলেছে। এটি এমন একটি স্থান হচ্ছে যা পুনর্গঠন হবে এবং এই অঞ্চলের অন্যান্য দেশগুলো এর পুনর্গঠনে সহায়তা করবে, কারণ তাদের প্রচুর পরিমাণে সম্পদ রয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে।’
গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২০ দফা পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে রাজি হয়েছে ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বুধবার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে একথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প।
আরএ