হোম > বিশ্ব

যুক্তরাজ্যে ইন্তিফাদার পক্ষে স্লোগান দিলেই গ্রেপ্তার

আমার দেশ অনলাইন

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

যুক্তরাজ্যের পুলিশ জানিয়েছে, ‘বিশ্বজুড়ে ইন্তিফাদা ছড়িয়ে দাও’ লেখা প্ল্যাকার্ড বহন করলে বা এ ধরনের স্লোগান দিলে তাদের গ্রেপ্তার করা হবে। ব্রিটিশ পুলিশ বলছে, অস্ট্রেলিয়ায় ইহুদি সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে এই স্লোগানটি এখন আরো ঝুঁকিপূর্ণ। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

‘ইন্তিফদা’ শব্দের অর্থ ‘অভ্যুত্থান’, ১৯৮৭ সালে পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনের বিদ্রোহের সময় ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল।

এক যৌথ বিবৃতিতে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ ও গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে রোববারের বন্দুক হামলার পর এই পদক্ষেপ নেয়া হয়েছে।

রোববার নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনির সমুদ্র সৈকতে দুই বন্দুকধারী বাবা এবং ছেলে গুলি চালালে ১৬ জন নিহত হয়।

বিবৃতিতে গত ২ অক্টোবর উত্তর ইংল্যান্ডের ম্যানচেস্টারে হিটন পার্ক হিব্রু মণ্ডলীর সিনাগগে ছুরিকাঘাতে দুইজন নিহত হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ‘আমরা দৃঢ়ভাবে পদক্ষেপ নেব এবং গ্রেপ্তার করব। আমরা জানি কমিউনিটি ‘বিশ্বজুড়ে ইন্তিফাদা ছড়িয়ে দাও’ এর মতো প্ল্যাকার্ড এবং স্লোগান নিয়ে উদ্বিগ্ন। যারা ভবিষ্যতে কোনো বিক্ষোভে বা অন্য কোনো ক্ষেত্রে এটি ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, লন্ডন এবং গ্রেটার ম্যানচেস্টারে উপাসনালয়, স্কুল এবং কমিউনিটি ভেন্যুর আশপাশে টহল ও সুরক্ষামূলক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরএ

বসতি স্থাপনকারীদের ২৬০ হামলা: নিরাপত্তা পরিষদে ইউরোপের নিন্দা

বার্ড ফ্লু কীভাবে মানুষের মধ্যে ছড়াতে পারে, যা বলছে গবেষণা

ইসরাইলি বাধায় আশ্রয় সংকট, গাজায় শীতে আরো এক শিশুর মৃত্যু

ভারী বৃষ্টিপাতে গাজাবাসীর দুর্ভোগ চরমে, জাতিসংঘের সতর্কতা

হিমালয়ের গহীনে চীনের বিশাল জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে রহস্য

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৩

বিশ্ব আরবি ভাষা দিবস আজ

‘অস্ট্রেলিয়ার হিরো’ আহমেদের জন্য ১৫ লাখ ডলার অনুদান সংগ্রহ

গাজায় স্ট্যাবিলাইজেশন ফোর্সকে এক পাক্ষিক না হওয়ার আহ্বান কাতারের

কৃষ্ণসাগরের উত্তেজনা ইউরোপেও ছড়াতে পারে, তুরস্কের সতর্কবার্তা