হোম > বিশ্ব

দমন-পীড়ন অব্যাহত থাকলে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করবেন ট্রাম্প

সিনেটর গ্রাহামের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ইরানে চলছে প্রতিবাদ-বিক্ষোভ। গত বছরের ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির ৩১ প্রদেশের ২২টিতে। প্রায় এক সপ্তাহের এই বিক্ষোভ সহিংস আকার ধারণ করে। রাজধানীর ব্যবসায়ীদের শুরু করা অর্থনৈতিক প্রতিবাদ এখন সারা দেশে রাজনৈতিক অস্থিতিশীলতায় রূপান্তরিত হয়েছে। বিক্ষোভ দমাতে দমন-পীড়নের আশ্রয় নিচ্ছে ইরান সরকার। এ পরিস্থিতিতে বিক্ষোভ দমন অব্যাহত থাকলে ইরানের সর্বোচ্চ নেতাকে ‘হত্যা’ করবেন ট্রাম্প। এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম।

মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আয়াতুল্লাহদের উদ্দেশ্যে বলা হচ্ছে, যদি আপনারা উন্নত জীবনের অজুহাত দেখিয়ে নিজ দেশের জনগণকে হত্যা করতে থাকেন, তাহলে ডোনাল্ড জে ট্রাম্প আপনাদের হত্যা করবেন।’

সিনেটর গ্রাহাম বলেন, ইরানে পরিবর্তন আসছে, এটি মধ্যপ্রাচ্যের ইতিহাসে এই নাৎসি শাসন থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে বড় পরিবর্তন। ইরানের জনগণের জন্য সাহায্য আসছে বলেও জানান তিনি।

ইরানের চলমান এই বিক্ষোভে পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। এদিকে খামেনি স্বীকার করেছেন যে, বিক্ষোভকারীদের দাবি ন্যায্য, তবে দাঙ্গা সহ্য করা হবে না বলেও জানিয়েছেন তিনি।

রাজধানী তেহরানে পরিস্থিতি মোকাবিলায় সরকার দোকানদারদের প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফা আলোচনা করেছে। তবে কোনো আশানুরূপ ফলাফল পাওয়া যায়নি।

তেহরান বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ করলে ওয়াশিংটন তাদের উদ্ধারে আসবে— ট্রাম্পের এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের শীর্ষ কর্মকর্তারা।

এসআই

পাকিস্তান কেন বাংলাদেশের কাছে জেএফ-১৭ যুদ্ধবিমান বিক্রি করছে

ট্রাম্প ক্ষমতাচ্যুত হবেন, হুঁশিয়ারি খামেনির

ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘এসটিসি’ বিলুপ্ত ঘোষণা

বিদেশি শক্তির স্বার্থ হাসিলকারীদের সহ্য করা হবে না: খামেনি

সোমালিল্যান্ডে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর সফর, সৌদি আরবের তীব্র নিন্দা

যুক্তরাজ্যে বিক্ষোভের অধিকার কঠোরভাবে সীমিত হয়েছে: এইচআরডব্লিউ

গাজার শাসনভার হস্তান্তরে প্রস্তুত হামাস

আলেপ্পোয় সংঘর্ষের পর সিরিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট

মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান ২ স্ত্রীসহ গ্রেপ্তার