সেনেগালের উপকূলে একটি নৌযান ডুবে ১৫০ জনের বেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাওয়ার পথে নৌযানটি ডুবে যায়। শুক্রবার সামাজিকমাধ্যমে বেসকারি সংগঠন ক্যামিনান্দো ফ্রন্টেরাসের প্রধান হেলেনা ম্যালেনো গারজন একথা জানান। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
গারজন বলেন, ‘আমরা যখন বড়দিন উদযাপন করছি, তখন শত শত পরিবার শোকাহত।’ তিনি জানান, গত বুধবার সেনেগাল উপকূলে নৌকাডুবির এই ঘটনায় কমপক্ষে ১৬৯ জনের মৃত্যু হয়েছে বলে তাদের ধারণা। সেনেগালের দৈনিক লে সোলেয়র খবরে বলা হয়, নৌকাটিতে প্রায় ২০০ যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৩০ জনকে জীবিত পাওয়া গেছে। এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, আর কয়েকজনকে স্বজনেরা শনাক্ত করেছেন।
ধারণা করা হচ্ছে, গত ২২ ডিসেম্বর সলুম দ্বীপপুঞ্জের দিয়ামনিয়াদিও এলাকা থেকে নৌকাটি ছেড়ে যায়। লে সোলেয় জানায়, নৌকার দুটি ইঞ্জিনই বিকল হয়ে পড়ে। এরপর ক্যাপ্টেন কাছের সৈকতে পৌঁছানোর চেষ্টা করেন এবং পালানোর জন্য একটি ছোট নৌকা আনতে বলেন। তখন কয়েকজন যাত্রী তাকে অনুসরণ করতে পানিতে নামেন। এই ভিড়–ঠেলাঠেলির মধ্যেই একাধিক মানুষ ডুবে যায়।
সেনেগাল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে পত্রিকাটি।
মূলত ক্যানারি দ্বীপপুঞ্জগামী এই সমুদ্রপথটি বিশ্বে সবচেয়ে বিপজ্জনক অভিবাসন রুটগুলোর একটি হিসেবে পরিচিত। কামিনান্দো ফ্রন্তেরাসের হিসাবে, ২০২৪ সালে এই পথে যাত্রা করতে গিয়ে প্রায় ৯ হাজার ৭৫৭ জনের মৃত্যু হয়েছে।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর ক্যানারি দ্বীপপুঞ্জে সমুদ্রপথে প্রবেশকারীর সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। এ বছর এখন পর্যন্ত ১৭ হাজার ৫৫৫ জন সেখানে পৌঁছেছেন। যেখানে গত বছরের একই সময় এই সংখ্যা ছিল ৪৩ হাজার ৭৩৭ জন।