হোম > বিশ্ব

ট্রাম্প বিতর্কে ক্ষমা চাইতে পারে বিবিসি

আমার দেশ অনলাইন

তথ্যচিত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সম্পাদনা নিয়ে বিতর্কের জেরে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ক্ষমা চাইতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলায় ট্রাম্প তাঁর সমর্থকদের উস্কে দিয়েছেন— এমন অভিযোগ ঘিরে তৈরি একটি তথ্যচিত্রে বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করার অভিযোগে বিবিসির শীর্ষ দুই কর্মকর্তা নাটকীয়ভাবে পদত্যাগ করেছেন।

রোববার বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বিবিসি নিউজের প্রধান নির্বাহী (সিইও) ডেবোরাহ টারনেস পদত্যাগ করেন। অভিযোগ রয়েছে, বিবিসির জনপ্রিয় অনুসন্ধানমূলক অনুষ্ঠান প্যানোরমা–তে ট্রাম্পের বক্তব্য বিভ্রান্তিকরভাবে সম্পাদনা করা হয়েছিল।

বিবিসির চেয়ারম্যান সামির শাহ ঘটনাটিকে “বিবিসির জন্য দুঃখজনক” বলে মন্তব্য করেছেন। সোমবার ব্রিটিশ পার্লামেন্টের কালচার, মিডিয়া ও স্পোর্টস কমিটিতে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত এই সম্প্রচার সংস্থাটি সাম্প্রতিক বছরগুলোতে মতাদর্শিক পক্ষপাতের অভিযোগের মুখে পড়েছে। গাজা যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতেও তাদের সংবাদ কাভারেজ নিয়ে প্রশ্ন উঠেছে।

ট্রাম্প দুই কর্মকর্তার পদত্যাগকে স্বাগত জানিয়ে বিবিসির সাংবাদিকদের “দুর্নীতিবাজ” ও “অসৎ” আখ্যা দিয়েছেন। তবে ডেবোরাহ টারনেস বিদায়ী বার্তায় বলেন, “বিবিসি নিউজ প্রতিষ্ঠানগতভাবে পক্ষপাতদুষ্ট— এমন অভিযোগ সঠিক নয়।”

এদিকে যুক্তরাজ্য সরকার যখন বিবিসির রয়্যাল চার্টার পর্যালোচনার প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময় এ পদত্যাগ ঘটল। এই চার্টারে বিবিসির পরিচালনা কাঠামো ও জনসেবামূলক লক্ষ্য নির্ধারিত থাকে। বর্তমান চার্টার ২০২৭ সালে শেষ হবে এবং এর আগেই তা নবায়ন করতে হবে।

টিম ডেভি বলেছেন, নতুন মহাপরিচালক “বিবিসির পরবর্তী অধ্যায়কে ইতিবাচকভাবে রূপ দেবেন” বলে তিনি আশা করেন।

সংস্কৃতিমন্ত্রী লিসা ন্যান্ডি পক্ষপাতের অভিযোগকে “অত্যন্ত গুরুতর” বলে মন্তব্য করেন। তিনি বলেন, চার্টার পর্যালোচনার মাধ্যমে বিবিসি “নতুন যুগের সঙ্গে খাপ খাওয়ানোর সুযোগ পাবে।”

অনেকে দুই কর্মকর্তার পদত্যাগকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জন্য “সময়োপযোগী জবাবদিহিতা” হিসেবে দেখছেন; অন্যরা মনে করছেন, এটি যুক্তরাষ্ট্র ও ডানপন্থী সমালোচকদের চাপের ফল।

এর আগে সাবেক কনজারভেটিভ প্রধানমন্ত্রী বরিস জনসন বিবিসির লাইসেন্স ফি বাতিলের হুমকি দিয়েছিলেন। বর্তমান টোরি নেতা কেমি ব্যাডেনোচ দুই কর্মকর্তার পদত্যাগকে “গুরুতর ব্যর্থতার ধারাবাহিকতার ফল” আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছেন।

অন্যদিকে লিবারেল ডেমোক্র্যাটস পার্টির নেতা ডেভি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে আহ্বান জানিয়েছেন, ট্রাম্প যেন “বিবিসির ওপর হস্তক্ষেপ না করেন।” তিনি বলেন, “ট্রাম্প কেন বিশ্বের এক নম্বর সংবাদ সংস্থাকে ধ্বংস করতে চান, তা বোঝা সহজ। আমরা তা হতে দিতে পারি না।”

টিম ডেভির স্থলাভিষিক্ত হতে কয়েক মাস সময় লাগতে পারে। ‘টেফলন টিম’ নামে পরিচিত এই কর্মকর্তা দীর্ঘদিন নানা বিতর্ক থেকে নিজেকে রক্ষা করতে পেরেছিলেন, তবে সর্বশেষ এই বিতর্কে আর টিকে থাকতে পারেননি।

গত সপ্তাহে ডেইলি টেলিগ্রাফ–এর এক প্রতিবেদনে বলা হয়, বিবিসির সম্পাদকীয় মানদণ্ড কমিটির সাবেক উপদেষ্টা মাইকেল প্রেসকটের একটি অভ্যন্তরীণ স্মারকে পক্ষপাত নিয়ে একাধিক উদ্বেগ প্রকাশ করা হয়। এর মধ্যে ছিল ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের ভাষণের একটি সম্পাদিত ক্লিপ, যেখানে বলা হয়— তিনি সমর্থকদের ক্যাপিটলে “ভয়ঙ্করভাবে লড়াই করতে” বলেছেন।

তবে অপরিবর্তিত ক্লিপে দেখা যায়, ট্রাম্প বলেন, “আমরা একসঙ্গে যাব এবং আমাদের সাহসী সিনেটর ও কংগ্রেস সদস্যদের উৎসাহ দেব।”

এ বছরের শুরুর দিকে গাজা যুদ্ধ নিয়ে ‘গাজা: হাউ টু সারভাইভ এ ওয়ারজোন’ শিরোনামের তথ্যচিত্রে “গুরুতর ত্রুটি” স্বীকার করে বিবিসি একাধিকবার ক্ষমা চেয়েছিল।

ইসরাইল–হামাস যুদ্ধ সংক্রান্ত প্রতিবেদনে পক্ষপাতের অভিযোগে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরাও সম্প্রতি বিবিসির লন্ডন সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছেন।

এসআর/

চেনি নেই, তবু তার যুদ্ধের ভূত এখনো তাড়া করছে বিশ্বকে

দিল্লিতে বিস্ফোরণের পর মুম্বাই-উত্তরপ্রদেশে উচ্চ সতর্কতা জারি

দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

দক্ষিণ কোরিয়া উপকূলে চীনা নৌকাডুবি, নিখোঁজ ৯

নাইজেরিয়ায় ‘জিহাদী গোষ্ঠী’র মধ্যে সংঘর্ষে নিহত প্রায় ২০০

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবে ১৩ রোহিঙ্গা নিহত

আফগান-পাকিস্তান উত্তেজনার মধ্যে ইসলামাবাদ সফরে যাচ্ছে তুরস্কের মন্ত্রীরা

বিরোধীদের আপত্তির মধ্যেই ২৭তম সংশোধনী বিল উপস্থাপন

ইউক্রেনের তিন গ্রাম দখল করলো রাশিয়া

আল-শারার মাধ্যমে সিরিয়ার কূটনীতি নতুন পর্বে