হোম > বিশ্ব

মার্কিন নাগরিক হয়েও ইসরাইলি কারাগারে বন্দি কিশোর

আমার দেশ অনলাইন

ছবি সংগৃহিত।

ফেব্রুয়ারিতে আটক হওয়ার পর ১৬ বছরের কিশোর মোহাম্মদ ইব্রাহিমের কারাভোগ ৯ মাস পূর্ণ হয়েছে। ইসরাইলি সামরিক প্রসিকিউটররা মোহাম্মদকে আরো তিন বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার হুমকি দিয়েছে। এদিকে, কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) মার্কিন নাগরিক মোহাম্মদ ইব্রাহিমের অবিলম্বে মুক্তি দাবি করেছে।

ফেব্রুয়ারিতে পশ্চিম তীরে ইসরাইলের সৈন্যরা মোহাম্মদের বাড়িতে অভিযান চালানোর পর, তারা তাকে আটক করে। মোহাম্মদ (ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল) ডিসিআইপিকে বলেছেন, সৈন্যরা তাকে পরিবহনের সময় রাইফেলের বাট দিয়ে আঘাত করেছে।

পরবর্তীতে কিশোর মোহাম্মদকে কুখ্যাত মেগিদ্দো কারাগারে রাখা হয়েছিল। এই কারাগারকে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এক ফিলিস্তিনি বন্দী ‘কসাইখানা’ হিসাবে বর্ণনা করেছেন। ডিসিআইপি-এর মতে, আটকের পর থেকে মোহাম্মদের ওজন যথেষ্ট পরিমাণে হ্রাস পেয়েছে।

সিএআইআর জানিয়েছে, ইব্রাহিমের অভিজ্ঞতায় ইসরাইলি নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে বাট দিয়ে আঘাত, অনাহার এবং চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা।

মোহাম্মদের পরিবার, অধিকার কর্মী ও মার্কিন আইন প্রণেতারা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে মোহাম্মদের মুক্তির ব্যাপারে ইসরাইলকে চাপ দিতে একাধিকবার অনুরোধ করে আসছেন।

মোহাম্মদের বাবা জাহের ইব্রাহিম আল জাজিরাকে বলেছেন, ট্রাম্প প্রশাসনের মাত্র একটি ফোন কলই তার ছেলেকে মুক্ত করার জন্য যথেষ্ট। কিন্তু আমরা তাদের কাছে কিছুই নই।

এদিকে গত দুই বছরে যুক্তরাষ্ট্র ইসরাইলকে ২১ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ প্রদান করেছে। অথচ একজন বন্দিকেও মুক্ত করতে পারছে না তার যুক্তরাষ্ট্রের ভিসা।

ডিসিআইপি-র জবাবদিহিতা কর্মসূচির পরিচালক আয়েদ আবু একতাইশ এক বিবৃতিতে বলেছেন, ‘আমেরিকান পাসপোর্টও ফিলিস্তিনি শিশুদের সুরক্ষা দিতে পারে না।’

তিনি আরো জানিয়েছেন, ‘কংগ্রেস-এ তার পরিবারের সমর্থন এবং মার্কিন দূতাবাসের জড়িত থাকা সত্ত্বেও, মোহাম্মদ এখনও ইসরাইলের কারাগারে বন্দী। ইসরাইল বিশ্বের একমাত্র দেশ যেখানে শিশুদের সামরিক আদালতে প্রতিনিয়ত বিচার করা হয়।

সিএআইআর -এর সরকারি বিষয়ক পরিচালক রবার্ট ম্যাকক এক বিবৃতিতে বলেছেন, ‘যখন মোহাম্মদ ইব্রাহিমকে ইসরাইলি সেনাবাহিনী অন্যায়ভাবে বন্দি এবং প্রতিদিন নির্যাতন করছে, আমরা আমাদের নির্বাচিত নেতাদের কাছে তার মুক্তির জন্য অব্যাহত চাপ দিয়ে যাচ্ছি।’

২০২২ সাল থেকে, ইসরাইলের বাহিনী এবং দখলদার ইহুদি বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরে কমপক্ষে ১০ জন মার্কিন নাগরিককে হত্যা করেছে।
সূত্র: আল-জাজিরা

হাসিনার পক্ষে সাফাই গাইলেন শশী থারুর

আসামে বড়দিনে খ্রিস্টান স্কুলে হিন্দুত্ববাদীদের হামলা

সন্দেহভাজন ১১৫ আইএস সদস্যকে আটক করল তুরস্ক

ইনস্টাগ্রামে পোস্ট দিতে পারবে না ভারতীয় সেনারা, নেপথ্যে কী

বাংলাদেশের সঙ্গে উত্তেজনার মধ্যে বঙ্গোপসাগরে ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

‘বাংলাদেশি’ সন্দেহে ভারতে মুসলমান যুবককে পিটিয়ে হত্যা

বড়দিনে পুতিনের মৃত্যু কামনা জেলেনস্কির

হাদি হত্যাকাণ্ডে ভারতকে দায়ী করে ৫ দেশে বিক্ষোভ করল শিখরা

তানজানিয়ার কিলিমাঞ্জারো পর্বতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

থাই-কম্বোডিয়া সীমান্তে হিন্দু দেবতার মূর্তি ভাংচুর, ক্ষুব্ধ ভারত