হোম > বিশ্ব

মাচাদোর পক্ষে নোবেল গ্রহণ করবেন তার কন্যা

আমার দেশ অনলাইন

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো।

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো বুধবার অসলোতে নোবেল শান্তি পুরস্কার গ্রহণে উপস্থিত থাকবেন না। তার পরিবর্তে পুরস্কার গ্রহণ করবেন তার কন্যা আনা কোরিনা মাচাদো। নোবেল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

নোবেল ইনস্টিটিউটের পরিচালক ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন নরওয়ের এনআরকে রেডিয়োকে বলেন, “মাচাদোর পরিবর্তে তার কন্যা পুরস্কার গ্রহণ করবেন এবং মাচাদোর লিখিত বক্তৃতা পাঠ করবেন।” মাচাদোর পরিবারের কয়েকজন সদস্য এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলি সহ কয়েকজন লাতিন আমেরিকান রাষ্ট্রপ্রধান ইতিমধ্যেই অসলোতে পৌঁছেছেন।

১০ অক্টোবর গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে রাজনৈতিক উত্তেজনায় থাকা অবস্থায় মাচাদো গত বছর আগস্টে গোপনে চলে যান। তার একমাত্র প্রকাশ্য উপস্থিতি ছিল গত ৯ জানুয়ারি কারাকাসে। সেখানে তিনি মাদুরোর তৃতীয় মেয়াদের শপথবিরোধী বিক্ষোভে অংশগ্রহণ করেছিলেন।

ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব জানিয়েছেন, ‘মাচাদো যদি নরওয়ে যান তবে তাকে পলাতক হিসেবে গণ্য করা হবে। তার বিরুদ্ধে ষড়যন্ত্র, ঘৃণা উসকানি ও সন্ত্রাসবাদের অভিযোগ রয়েছে।’

হার্পভিকেন বলেন, ইতিহাসে একাধিকবার নোবেল শান্তি পুরস্কার বিজেতা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তখন তাদের ঘনিষ্ঠ পরিবারের সদস্যরা পুরস্কার গ্রহণ এবং বক্তৃতা প্রদান করেছেন।

স্টকহোমে বুধবার চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও অর্থনীতিতে নোবেল পুরস্কার আলাদা অনুষ্ঠানে প্রদান করা হবে।

সূত্র: এএফপি

এসআর

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসার নতুন নিয়ম, জটিলতায় ভারতীয়রা

ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে সংকটে পড়ছেন ফিফা প্রেসিডেন্ট

লন্ডনের মেয়র সাদিক খানকে নিয়ে যা বললেন ট্রাম্প

সুদানে সামরিক বিমান বিধ্বস্ত, সকল আরোহী নিহত

রাডারের ঘটনায় চীনের সাথে বিরোধে জাপানের পাশে যুক্তরাষ্ট্র

এবার ইউরোপের অবৈধ অভিবাসীদের বহিষ্কারের আহ্বান ট্রাম্পের

জন্মসূত্রে নাগরিকত্ব ছিল দাসদের জন্য, ধনীদের নয়: ট্রাম্প

পুলিশি নিরাপত্তায় আল আকসা মসজিদে ইহুদিদের ঢল

ইউরোপকে ‘ক্ষয়িষ্ণু ও দুর্বল’ বললেন ট্রাম্প

ইমরান খানের বোনদের অবস্থান ধর্মঘটে পুলিশের বাধা