পেরুতে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৫ জন। বুধবার একটি পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর দ্বিতল বাসটি ৬৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। খবর বিবিসির।
বুধবার ভোরে দেশটির দক্ষিণাঞ্চলীয় আরেকুইপা অঞ্চলে প্যান-আমেরিকান হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বাসটিতে ৬০ জনের বেশি যাত্রী ছিল। বাসটি সড়কে বাঁক নেয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এরপর রাস্তা থেকে ছিটকে পড়ে ওকোনা নদীর তীরে পড়ে যায়।
পেরুতে প্রায়ই বাস দুর্ঘটনা ঘটে, বিশেষ করে রাতে ও পাহাড়ি মহাসড়কে। খারাপ রাস্তা, অতিরিক্ত গতি এবং নিরাপত্তা সংকেতের অভাবের কারণেই বেশিরভাগ দুর্ঘটনা হয়।
দমকলকর্মীদের বরাত দিয়ে আরেকুইপার আঞ্চলিক স্বাস্থ্য প্রধান ওয়ালথার ওপোর্তো স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, দুর্ঘটনাস্থলেই ৩৬ জন নিহত হন, আর হাসপাতালে নেয়ার পর মারা যান আরেকজন।
সরকারি প্রসিকিউটরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং পিকআপ ট্রাকের চালককে আটক করা হয়েছে।
সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে পেরুতে তিন হাজার তিনশ’ জনের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হন।
আরএ