হোম > বিশ্ব

নেতানিয়াহুকে ক্ষমা করতে ইসরাইলি প্রেসিডেন্টকে ট্রাম্পের চিঠি

আমার দেশ অনলাইন

ছবি: বিবিসি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সম্পূর্ণ ক্ষমা করে দিতে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে তিনি ইসরাইলি প্রেসিডেন্টকে একটি চিঠি দিয়েছেন। খবর বিবিসির।

নেতানিয়াহু গত পাঁচ বছর ধরে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে তিনটি পৃথক মামলা লড়ছেন। তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন নেতানিয়াহু।

চিঠিতে ট্রাম্প লিখেছেন, তিনি ইসরাইলের বিচার ব্যবস্থার স্বাধীনতাকে ‘সম্পূর্ণ’ সম্মান করেন। তবে তিনি বিশ্বাস করেন যে নেতানিয়াহুকে ‘একটি রাজনৈতিক ও অযৌক্তিক মামলার’ মুখোমুখি করা হয়েছে।

ইসরাইলি প্রেসিডেন্ট হার্জোগের অফিস জানিয়েছে, তিনি ট্রাম্পকে ‘সর্বোচ্চ সম্মানের’ চোখে দেখেন। তবে কেউ ক্ষমা চাইলে তাকে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিতে হবে।

ক্ষমা করার অনুরেধ জানিয়ে প্রেসিডেন্টকে চিঠি দেয়ায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু।

সামাজিকমাধ্যম এক্সে নেতানিয়াহু লেখেন, ‘আপনি সরাসরি মূল বিষয়টিতে পৌঁছেছেন এবং বিষয়টা প্রকৃতপক্ষ যা, ঠিক তাই বলেছেন। নিরাপত্তা জোরদার এবং শান্তি স্থাপনে আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখতে আমি উন্মুখ।’

২০২০ সালে নেতানিয়াহু প্রথম ক্ষমতাসীন ইসরাইলি প্রধানমন্ত্রী হিসেবে বিচারের মুখোমুখি হন।

প্রথম মামলায় প্রসিকিউটররা অভিযোগ করেন, উপহারের বিনিময়ে তিনি ক্ষমতাশালী ব্যবসায়ীদের কাছ থেকে উপহার নিয়েছেন।

দ্বিতীয় মামলায় বলা হয়েছে, এক সংবাদপত্রকে ইতিবাচক কাভারেজ দেয়ার বিনিময়ে তার প্রচারসংখ্যা বাড়াতে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন নেতানিয়াহু।

আর তৃতীয় মামলায় অভিযোগ, তিনি একটি ইসরাইলি টেলিকম কোম্পানির মালিককে সুবিধা দিতে নিয়ন্ত্রক সিদ্ধান্তে প্রভাব ফেলেছিলেন, যাতে তাদের নিউজ ওয়েবসাইটে তার পক্ষে সংবাদ প্রকাশ করা হয়।

নেতানিয়াহু সকল অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

আরএ

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

এবার ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পেল চীন

চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের সিদ্ধান্তে যুক্তরাজ্যের প্রতি কড়া সমালোচনা ট্রাম্পের

চীনের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

ভারতে বিজেপির সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, ৩ দিনের শোক ঘোষণা

গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে কী ভূমিকা নিচ্ছে মিত্ররা?

প্রকাশ্য অনুষ্ঠানে উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম জং উন

যুক্তরাষ্ট্রের মিশিগানে তুষারঝড়ে শতাধিক গাড়ির সংঘর্ষ