ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান কিরিলো বুদানোভকে প্রেসিডেন্টের দপ্তরের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দুর্নীতি কেলেঙ্কারির কারণে গত নভেম্বরে আগের শীর্ষ সহকারী পদত্যাগ করার পর এই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলো।
কিয়েভ থেকে এএফপি জানায়, শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি জানান, তিনি বুদানোভের সঙ্গে বৈঠক করে তাকে প্রেসিডেন্টের দপ্তরের প্রধানের দায়িত্ব গ্রহণের প্রস্তাব দিয়েছেন। আনুষ্ঠানিক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে প্রেসিডেন্টের উপদেষ্টা দিমিত্রো লিতভিন নিশ্চিত করেছেন।
৩৯ বছর বয়সী কিরিলো বুদানোভ ইউক্রেনে ব্যাপক পরিচিত ও প্রভাবশালী এক ব্যক্তিত্ব। ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর মস্কোর বিরুদ্ধে পরিচালিত একাধিক সাহসী অভিযানের পেছনে তার নেতৃত্ব ছিল বলে মনে করা হয়, যা তাকে এক ধরনের কিংবদন্তি মর্যাদা দিয়েছে।
প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের এক গুরুত্বপূর্ণ সময়ে এই মনোনয়ন এসেছে। এর আগে জেলেনস্কি জানিয়েছিলেন, যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত একটি চুক্তি প্রায় ৯০ শতাংশ প্রস্তুত। এ প্রেক্ষাপটে প্রেসিডেন্ট বলেন, বর্তমান সময়ে ইউক্রেনের জন্য নিরাপত্তা ইস্যুতে জোর দেওয়া, প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বাড়ানো এবং কূটনৈতিক আলোচনায় অগ্রগতি অত্যন্ত জরুরি।
জেলেনস্কির মতে, এসব ক্ষেত্রে বুদানোভের রয়েছে বিশেষায়িত অভিজ্ঞতা ও কার্যকর নেতৃত্ব দেওয়ার সক্ষমতা। নিয়োগ চূড়ান্ত হলে তিনি আন্দ্রি ইয়ারমাকের স্থলাভিষিক্ত হবেন। দুর্নীতি তদন্তের অংশ হিসেবে তার বাসায় অভিযান চালানোর পর গত নভেম্বরে ইয়ারমাক পদত্যাগ করেন।
ইয়ারমাক ছিলেন জেলেনস্কির ঘনিষ্ঠ সহযোগীদের একজন হলেও কিয়েভে তিনি ছিলেন বিতর্কিত। সমালোচকদের অভিযোগ, তিনি অতিরিক্ত ক্ষমতা কুক্ষিগত করেছিলেন এবং প্রেসিডেন্টের কাছে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করতেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী এই সংঘাতে ইতোমধ্যে কয়েক দশ হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল ধ্বংস হয়ে গেছে।
এসআর