হোম > বিশ্ব

ইসরাইলের হামলায় গাজায় হামাসের আর্থিক কর্মকর্তা নিহত

আমার দেশ অনলাইন

ইসরাইলি সেনাবাহিনী বুধবার জানিয়েছে, তারা দুই সপ্তাহ আগে গাজা উপত্যকায় হামলায় নিহত হামাসের এক কর্মকর্তাকে শনাক্ত করেছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ১৩ ডিসেম্বরের ওই হামলায় হামাসের সামরিক কমান্ডার রায়েদ সাদও নিহত হন। ইসরাইলের দাবি, রায়েদ সাদ ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন।

ইসরাইলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র অ্যাভিখাই আদ্রেয় জানান, নিহত হওয়ার আগে জাকুত ও সাদ একই গাড়িতে ছিলেন। ইসরাইলি সেনাবাহিনী ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের যৌথ অভিযানে তারা নিহত হন।

আদ্রেয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, জাকুত হামাসের সশস্ত্র শাখার আর্থিক বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং গত এক বছরে সংগঠনটির জন্য কয়েক মিলিয়ন ডলার সংগ্রহ ও স্থানান্তরের কাজে যুক্ত ছিলেন।

এর আগে, ১৪ ডিসেম্বর গাজায় হামাসের নেতা খলিল আল-হাইয়া রায়েদ সাদ ও তার সহযোগীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও জাকুতের নাম উল্লেখ করেননি।

ইসরাইলি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, রায়েদ সাদ হামাসের সামরিক শাখার অস্ত্র উৎপাদন সদর দপ্তরের প্রধান ছিলেন এবং সংগঠনটির সামরিক সক্ষমতা বৃদ্ধির তত্ত্বাবধান করতেন।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর থেকে গাজা উপত্যকায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে ইসরাইল ও হামাস উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

এসআর

ইউক্রেন যুদ্ধ সমাপ্তির বিষয়ে আশাবাদী বেশিরভাগ রাশিয়ান

এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা কেন্দ্রীয় নেতা এরশাদুলের

ইসরাইলের হুমকি প্রত্যাখ্যান করতে লেবাননকে হিজবুল্লাহর আহ্বান

হামাস প্রতিনিধিদের সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

পিটিআইকে আলোচনার প্রস্তাব পাকিস্তানি প্রধানমন্ত্রীর

কেমন হতে পারে মোদি-পরবর্তী ভারত

গাজায় ইসরাইলের ত্রাণ অবরোধের নিন্দা এরদোয়ানের

সেনেগালের উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২

পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতি স্থাপনের নিন্দা ইউরোপের

পাকিস্তানের নিরাপত্তার প্রতি হুমকি সহ্য করা হবে না: আসিম মুনির