হোম > বিশ্ব

সীমান্তে আবারো সংঘাতে জড়াল পাকিস্তান-আফগানিস্তান

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

কয়েকদিন শান্ত থাকার পর সীমান্তে আবারো সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া সংঘাতে ইতোমধ্যে আফগান সেনাবাহিনীর ৪টি সীমান্ত পোস্ট এবং ৬টি ট্যাংক ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। খবর জিও নিউজের

সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানায়, কুররাম জেলায় পাকিস্তানের সীমান্তবর্তী ঘাঁটিতে আফগান তালেবান এবং ফিতনা আল-খাওয়ারিজ বিনা উস্কানিতে গুলি চালিয়েছে। পাকিস্তানও পাল্টা আক্রমণ চালায়। সংঘর্ষে একাধিক তালেবান পোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনীর সূত্র জিও নিউজকে জানিয়েছে, সংঘাত শুরুর মাত্র এক ঘণ্টার মধ্যে কুররম সীমান্তের ওপারে আফগানিস্তানের খোস্ট প্রদেশের শামশাদ সেনাপোস্ট ধ্বংস করে পাকিস্তানের সেনারা। এ সময় সেই পোস্টে থাকা আফগান সেনা ও টিটিপি যোদ্ধাদের মধ্যে কয়েক জন নিহত ও আহত হন, বাকিরা পালিয়ে যায়।

শামশাদ পোস্ট ধ্বংস করার পর একই প্রদেশের অপর সেনা পোস্ট নার্গসার ধ্বংস করে পাকিস্তান। এই পোস্টটিতে ট্যাংক মোতায়েন করেছিল আফগান সেনারা। পাক সেনাসূত্রে জানা গেছে, নার্গসার পোস্টে অন্তত ৪টি ট্যাংক ধ্বংস করা হয়েছে।

কুররাম সেক্টরে আরেকটি সংঘর্ষে, একটি চলমান ট্যাঙ্ককে সুনির্দিষ্টভাবে লক্ষ্য করে ধ্বংস করা হয়।

অভিযানের সময় ফিতনা-আল-খাওয়ারিজের প্রশিক্ষণ শিবির সম্পূর্ণরূপে ধ্বংস করা হয় বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। শামশাদ পোস্টে তীব্র সংঘর্ষে আরেকটি ট্যাঙ্ক পোস্ট ধ্বংস করা হয়।

নিরাপত্তা সূত্রগুলি আরো নিশ্চিত করেছে যে আফগানিস্তানের খোস্ত প্রদেশের নার্গাসার পোস্টে আরেকটি ট্যাঙ্ক এর ক্রুসহ ধ্বংস করা হয়েছে।

পাকিস্তানের বাহিনী জানিয়েছে, তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দেশের সীমান্তের প্রতি ইঞ্চি রক্ষা করতে সক্ষম।

আরএ

মিয়ানমারে নির্বাচনকালে শতাধিক সামরিক বিমান হামলা, নিহত অন্তত ১৭০

ইসরাইল ও সৌদির কাছে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীসহ একাধিক কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

মস্কোকে থামাতে হামলা জোরদারের পরিকল্পনা জেলেনস্কির

গাজায় ৭১ হাজার ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার ইসরাইলের

ইরানের রেভল্যুশনারি গার্ডকে অর্থ জোগানের অভিযোগ বিএটির বিরুদ্ধে মামলা

আদানির সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে লন্ডনের আইনি প্রতিষ্ঠান নিয়োগ বাংলাদেশের

পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারতসমর্থিত’ ৪১ সন্ত্রাসী নিহত

ইমরান খান ছাড়াও যাদের ভিন্নমত দমন করছে পাকিস্তান সেনাবাহিনী

আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় ইরান-তুরস্ক সমন্বয় জরুরি: আরাগচি