ছবি: সংগৃহীত
হোম > বিশ্ব

হামাসের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তাব দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হামাসের বিরুদ্ধে লড়াই করতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ গাজায় সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে গাজায় ভঙ্গুর হয়ে পড়া যুদ্ধবিরতি নিয়ে আবারো হামাসকে হুমকি দিলেন তিনি।

গত মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, হামাস যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করলে মধ্যপ্রাচ্যে আমাদের অনেক মহান মিত্র স্পষ্টভাবে আমাকে জানিয়েছে, তারা ভারী বাহিনী নিয়ে গাজায় প্রবেশ করে হামাসকে শায়েস্তা করতে প্রস্তুত।

মধ্যপ্রাচ্যের কোন দেশগুলো গাজায় যাওয়ার প্রস্তাব দিয়েছে, তা খোলাসা করেননি ট্রাম্প। তবে এই অঞ্চলে সহয়তার জন্য ইন্দোনেশিয়ার নাম উল্লেখ করেছেন।

ট্রাম্প বলেছেন, ‘মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রকে সাহায্য করায় এবং সাহায্যের আগ্রহ দেখানোয় আমি মহান ও শক্তিশালী দেশ ইন্দোনেশিয়া এবং এর দুর্দান্ত নেতাকে ধন্যবাদ জানাতে চাই।’

জাকার্তা ও অন্যান্য দেশের সরকার গাজায় নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে। তবে হামাসের সাথে সরাসরি সংঘর্ষে জড়ানোর কথা কোনো দেশই বলেনি।

ট্রাম্প বলেন, ‘মধ্যপ্রাচ্যের প্রতি ভালোবাসা এবং চেতনা হাজার বছরে এতটা দেখা যায়নি! এটা দেখার মতো সুন্দর! আমি এই দেশগুলো এবং ইসরায়েলকে বলেছি, ‘এখনই না!’ এখনও আশা আছে যে হামাস সঠিক পথে থাকবে। যদি তারা তা না করে, তাহলে হামাসের দ্রুত ও নৃশংস পতন হবে!’

সূত্র : আলজাজিরা

যুক্তরাষ্ট্রের সাথেও সুসম্পর্ক চায় আফগানিস্তান

আই লাভ মুহাম্মদ বলায় ভারতে মুসলিমদের ওপর দমন-নিপীড়ন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

গাজায় সফল হলেও কেন ইউক্রেন নিয়ে হিমশিম খাচ্ছেন ট্রাম্প

যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই ইউক্রেনে রাশিয়ার হামলা

সংবাদবিষয়ক প্রশ্নে অর্ধেক সময়ই ভুল করে এআই

জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

হেলিকপ্টার দুর্ঘটনার কবলে ভারতের রাষ্ট্রপতি

ভারতীয় পণ্য আমদানিতে মার্কিন শুল্ক কমছে

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট