হোম > বিশ্ব

মাদুরোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চালিয়ে যেতে বললেন এরদোয়ান

আমার দেশ অনলাইন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে করমর্দন করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি: এএফপি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান শনিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনালাপে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সংলাপ বজায় রাখার ওপর জোর দিয়েছেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এরদোয়ান মাদুরোকে বলেছেন যে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে যোগাযোগের পথ খোলা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচনার মাধ্যমে পরিস্থিতি দ্রুত স্থিতিশীল হবে বলে তিনি আশা করেন।

তুর্কি প্রেসিডেন্টের দপ্তর এক্স-এ (পূর্বের টুইটার) প্রকাশিত বিবৃতি জানায়, তুরস্ক নিবিড়ভাবে আঞ্চলিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আস্থাশীল যে মতবিনিময়ের মাধ্যমেই বিরোধ মেটানো সম্ভব।

এদিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ার পর বিষয়টি নিয়ে শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে নতুন করে আলোচনা করেন। মাদুরোর বিরুদ্ধে মাদক চক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগ আনলেও ভেনেজুয়েলা তা অস্বীকার করেছে।

ওয়াশিংটন ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক নৌবাহিনী মোতায়েন করে ভেনেজুয়েলার ওপর চাপ বাড়িয়েছে। মাদক পাচারের অভিযোগে লক্ষ্যবস্তু করা নৌযানে যুক্তরাষ্ট্র ২০টিরও বেশি হামলা চালিয়েছে, যাতে অন্তত ৮৭ জন নিহত হয়েছে—যদিও এসব হামলার পক্ষে দৃশ্যমান কোনো প্রমাণ এখনো প্রকাশ করা হয়নি।

গত মাসে যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরীসহ যুদ্ধজাহাজের একটি বহর ক্যারিবীয় অঞ্চলে পাঠায়। এর পর ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ ঘোষণা করে, মাদকবিরোধী ব্যর্থতার কথা উল্লেখ করে, যা সামরিক উপস্থিতি বৃদ্ধির বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তুরস্ক দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার ঘনিষ্ঠ সহযোগী। ২০১৮ সালের ডিসেম্বরে এরদোগান মাদুরোর প্রতি সমর্থন জানাতে দেশটি সফর করেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশ ভোট কারচুপির অভিযোগ তুলে মাদুরোর পুনর্নির্বাচনকে স্বীকৃতি দেয়নি। মার্কিন কর্মকর্তারা ও স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরো ক্ষমতাচ্যুত হলে তিনি তুরস্কে আশ্রয় চাইতে পারেন।

এসআর

সিরিয়ায় আসাদ পতনের বর্ষপূতিতে আনন্দ-উল্লাস

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র-ইসরাইল-কাতারের গোপন বৈঠক

সিরিয়ার দখল করা ভূখণ্ড ছাড়বে না ইসরাইল: নেতানিয়াহু

৮৫ হাজার ইসরাইলি সেনার মানসিক চিকিৎসা গ্রহণ

পাকিস্তানের হামলায় ২৩ আফগান সেনা নিহত

সীমান্তে ফের সংঘাতে জড়াল থাইল্যান্ড-কম্বোডিয়া

মুর্শিদাবাদে বাবরি মসজিদ ও রামমন্দিরের রাজনীতি

নতুন বাইজেন্টাইন: অস্থির বিশ্বের প্রেক্ষাপটে গ্রিস ও মধ্যপ্রাচ্যের সম্পর্ক

সামরিক অভ্যুত্থান ব্যর্থ হয়েছে: বেনিন সরকার

শান্তির জন্য ইসরাইল সরকারের পুনর্গঠন প্রয়োজন