হোম > বিশ্ব

চীনা অর্থায়নে মিশরে নতুন আধুনিক শহর, থাকবে ৬০ লক্ষ মানুষ

টেকসই-পরিবেশবান্ধব প্রকল্প

আন্তর্জাতিক ডেস্ক

মিশরের কায়রোর দক্ষিণ-পশ্চিমে, গিজার বিশাল পিরামিডের একেবারে কাছেই নতুন একটি আধুনিক শহর গড়ার পরিকল্পনা ঘোষণা করেছে মিশর সরকার। যার নির্মাণ, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে চীন।

বার্তা সংস্থা রয়টার্স সূত্রে জানা যায়, চীনের রাষ্ট্রায়ত্ত নির্মাণ সংস্থা চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (সিএসসিইসি) কেবল নতুন বাণিজ্য শহরের প্রাথমিক ঠিকাদারই নয়, বরং চীন ও মিশরের মধ্যে একটি চুক্তির মাধ্যমে এটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে।

খবরে বলা হয়েছে, ৭০০ বর্গকিলোমিটার (২৭০ বর্গমাইল) আয়তনের এই নতুন শহরটিতে ৬০ লক্ষেরও বেশি লোকের বসবাসের ব্যবস্থা থাকবে। রাজধানী কায়রোর যানজট ও দূষণ নিরসনের জন্য এটি নির্মিত হচ্ছে। শহরটি নির্মাণের জন্য মোট ব্যয় হবে (যার মধ্যে প্রেসিডেন্টের প্রাসাদ, সংসদ, সরকারি ভবন এবং বিদেশি দূতাবাসের জন্য স্থান অন্তর্ভুক্ত থাকবে) আনুমানিক ৩.৮ বিলিয়ন মার্কিন ডলার। মিশরীয় ইউনিট সিবিডি প্রকল্পের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য একটি প্রোটোকল স্বাক্ষরের ঘোষণা দিয়েছে, যা দেশের অবকাঠামো উন্নয়নে চীনা কোম্পানিগুলোকে বিশেষ সুযোগ করে দেবে।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, রোববার চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত চীনের গৃহায়ন উপমন্ত্রী ডং জিয়াংগু ও দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে "পারস্পরিক সুবিধার একটি মডেল" হিসেবে দেখেন এবং গৃহায়ন, অবকাঠামো এবং নগর-গ্রামীণ উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণের জন্য চীনের ভূমিকা ব্যক্ত করেন। সিবিডিতে আফ্রিকার সর্বোচ্চ আকাশচুম্বী ভবন, ৩৮৫.৮-মিটার (১,২৬৬-ফুট) আইকনিক টাওয়ার, ১০টি অফিস টাওয়ার, পাঁচটি আবাসিক টাওয়ার এবং চারটি হোটেল রয়েছে, যার প্রধান ঠিকাদার হল সিএসসিইসি।

মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি বলেন, ‘এই টেকসই ও পরিবেশবান্ধব প্রকল্প মরুভূমির যে জমি এতদিন মূল্যহীন ছিল, সেটিতে নতুন প্রাণ সঞ্চার করবে।’ শহরটিতে থাকবে বিলাসবহুল বাসস্থান, ৮০ তলা উঁচু ভবন, হাসপাতাল, একটি পরিবেশবান্ধব হোটেল, বিপণি এলাকা এবং একটি সাংস্কৃতিক ও গণমাধ্যম অঞ্চল।

দেশটির সরকার বলেছে, আগামী পাঁচ বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে এবং এতে সাড়ে দুই লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে।

গাজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় ৪ হাজার আশ্রয়কেন্দ্র: জাতিসংঘ

গাজায় শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে তুরস্ক: এরদোয়ান

ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন তুললেন মার্কিন ক্যাথলিক ধর্মযাজকেরা

বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

ভয়াবহ দাবানলে বিধ্বস্ত চিলি, সহায়তার জন্য আর্তনাদ

তেল বিক্রি থেকে ৩০ কোটি ডলার পেল ভেনেজুয়েলা

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার ব্যক্তিদের শাস্তির প্রক্রিয়া শুরু

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা