তুষারে ঢাকা পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় মিনিয়াপলিস, উইসকনসিন, আইওয়া, ভার্মন্টসহ বিভিন্ন এলাকার দুই কোটি ৯০ লাখ মানুষ শীতকালীন সতর্কতার আওতায় ছিলেন। জাতীয় আবহাওয়া পরিষেবার তথ্য অনুসারে, কানেকটিকাটের নিউ হ্যাভেন কাউন্টিতে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ১০ ইঞ্চিরও বেশি তুষারপাত হয়েছে। খবর এনবিসি নিউজের।
এছাড়া কানেকটিকাটের ফেয়ারফিল্ড কাউন্টিতে তুষারপাত হয়েছে নয় ইঞ্চিরও বেশি। নিউইয়র্কের লং আইল্যান্ডের সাফোক কাউন্টির একাধিক স্থানে ৭ দশমিক ৫ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি ১৩ ইঞ্চি তুষারপাত হয়েছে নিউ ইয়র্কের ফিনিসিয়ায়।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, নিউইয়র্ক সিটিতে, সেন্ট্রাল পার্কে ৪ দশমিক ৩ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে, যা ২০২২ সালের জানুয়ারির পর থেকে সর্বোচ্চ। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল অর্ধেকেরও বেশি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
তুষারপাত ও বরফে ঢাকা রাস্তা ভ্রমণের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শনিবার রাত পর্যন্ত যুক্তরাষ্ট্রে আট হাজার ৭০০ টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং এক হাজার ৪০০ টিরও বেশি বাতিল করা হয়েছে।
আরএ