হোম > বিশ্ব

পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা

আমার দেশ অনলাইন

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ছবি : সংগৃহীত

সংবাদমাধ্যমের প্রবেশাধিকারের ওপর নতুন বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করেছে প্রভাবশালী মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে মামলাটি করা হয়। খবর নিউইয়র্ক টাইমসের।

মামলায় প্রতিরক্ষা বিভাগ, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেলকে বিবাদী করা হয়েছে।

গত অক্টোবর থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা অনুযায়ী, সাংবাদিকদের একটি অঙ্গীকারনামায় সই করতে হবে; যেখানে বলা আছে, তারা অনুমোদনবিহীন কোনো তথ্য সংগ্রহ করবেন না।

নিউইয়র্ক টাইমসের অভিযোগ, এই নীতির ফলে মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে সাংবাদিকদের কাজ করার স্বাধীনতা।

মামলায় উল্লেখ করা হয়, পেন্টাগন রিপোর্টারদের যে ২১ পৃষ্ঠার একটি চুক্তিতে সই করতে বাধ্য করা হয়েছিল, তা আইনবিরোধী ও অসাংবিধানিক। এই নীতির প্রতিবাদে নিউইয়র্ক টাইমসের ছয়জন সাংবাদিকসহ অনেক সাংবাদিক তাদের পেন্টাগন অ্যাক্সেস ব্যাজ জমা দিয়ে দেন।

এছাড়া কর্মকর্তাদের উপস্থিতি ছাড়া নির্দিষ্ট কিছু এলাকায় সাংবাদিকদের প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা আগের নির্দেশনার তুলনায় বড় পরিবর্তন।

দ্য গার্ডিয়ান, দ্য ওয়াশিংটন পোস্ট, সিএনএন, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, এনপিআরসহ একাধিক মার্কিন সংবাদমাধ্যম এই নতুন শর্তে সই করতে অস্বীকৃতি জানিয়েছে।

মামলায় নিউইয়র্ক টাইমস আদালতের কাছে পেন্টাগনকে এই নীতিমালা প্রয়োগ বন্ধের নির্দেশ দেওয়ার অনুরোধ করেছে।

ভারতকে দমাতে নতুন দক্ষিণ এশীয় জোটের খোঁজে পাকিস্তান

শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের জন্য ওয়ার্ক পারমিটের মেয়াদ কমালো যুক্তরাষ্ট্র

মার্কিন চাপ উপেক্ষা করে ভারত-রাশিয়ার চুক্তি

ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে প্রস্তুত পুতিন

৩২৫৮ ভারতীয়কে ২০২৫ সালে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

গাজা পুনর্গঠনে ১০ কোটি ডলার দেওয়ার ঘোষণা চীনের

গাজায় অভিযান চালানো ইসরাইলি সেনা কর্মকর্তার আত্মহত্যা

যুদ্ধবিরতির মধ্যে ইসরাইলের ৩৪ বিলিয়ন ডলার প্রতিরক্ষা বাজেট ঘোষণা

২০২৬ সালে সৌদি আরবের বাজেট কত

কানাডার কাছে ২৬৮ কোটি ডলারের বোমা বিক্রি করছে যুক্তরাষ্ট্র