দক্ষিণ লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছেন। যদিও ২০২৪ সালের শেষ দিক থেকে ইসরাইল-লেবাননের মধ্যে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। শনিবার বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে একথা জানানো হয়।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, মারজায়ুন জেলার শাকরা এবং মাজদাল সেল্ম শহরের মধ্যবর্তী ওয়াদি নাহলা রোডে একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে একজন নিহত হয়েছেন।
এনএনএ আরো জানিয়েছে, হাসবায়া জেলার রাশায়া আল-ফুখার এবং কাফর হামামের মধ্যবর্তী একটি বনাঞ্চলে ইসরাইলি যুদ্ধবিমান আরেকটি বিমান হামলা চালিয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা নির্দিষ্ট করে বলা হয়নি।
পৃথক আরেকটি হামলায়, নাবাতিহ জেলার আইন আল-সামাহিয়া এলাকায় একটি গাড়িতে ইসরাইলের ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন।
এনএনএ জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের আল-মাহমুদিয়া, আল-আয়শিয়া এবং আল-জারমাকের মধ্যবর্তী এলাকায় বিমান হামলা চালিয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান পূর্ব লেবাননের বালবেকের পশ্চিমে শমিস্টারের উপকণ্ঠে দুটি হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এছাড়া নাবাতিয়েহ জেলার আরবসালিমের দিকে আল-জাবাল আল-রাফি এলাকাতেও বিমান হামলা হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, দক্ষিণ লেবাননে দুটি হিজবুল্লাহ সামরিক ঘাঁটি এবং বেশ কয়েকটি লঞ্চারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।
আরএ