হোম > বিশ্ব

এক টাকায় মিলছে ১০,৭০০ ইরানি রিয়াল

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন

আমার দেশ অনলাইন

সর্বশেষ বাজার পরিস্থিতি অনুযায়ী, বাংলাদেশি এক টাকায় পাওয়া যাচ্ছে প্রায় ১০ হাজার ৭০০ রিয়াল। আর ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে ১২ লাখ রিয়াল। ছবি: এপি

ইরানি রিয়ালের বিনিময় মূল্যে আবারও বড় ধস নেমেছে। সর্বশেষ বাজার পরিস্থিতি অনুযায়ী, বাংলাদেশি এক টাকায় পাওয়া যাচ্ছে প্রায় ১০ হাজার ৭০০ রিয়াল। আর ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে ১২ লাখ রিয়াল। তবে ১০ হাজার রিয়ালের মূল্য খুবই কম। স্থানীয়দের ভাষ্যে, ১০ হাজার রিয়াল দিয়ে এক বোতল পানিও পাওয়া যাবে না। সর্বোচ্চ একটি ছোট চকলেট মিলবে।

মুদ্রার এ রেকর্ড অবমূল্যায়নের ফলে ইরানের সাধারণ মানুষের জীবনযাপন হয়ে উঠেছে কঠিন। বাজারে নিত্যপণ্যের দাম গত কয়েক সপ্তাহে আবারো বেড়েছে, যা নিম্ন ও মধ্যবিত্ত জনগণের ওপর বিশাল চাপ সৃষ্টি করছে।

৫৩ বছর বয়সী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আলী মোশতাগ বার্তা সংস্থা এপিকে জানান, “সাধারণ মানুষের জীবন শুধু আরও কঠিনই হবে না, নিষেধাজ্ঞার কারণে বৈদেশিক মুদ্রা খুবই কম আসায় উদ্বেগ রয়েছে—সরকার পুরোনো অবকাঠামো রক্ষণাবেক্ষণ চালিয়ে যেতে পারবে কি না।”

এরই মধ্যে ইসরাইলের সঙ্গে আবারও সংঘাতের আশঙ্কায় তটস্থ ইরানিরা। গত ১২ জুন শুরু হওয়া ইরান-ইসরাইল সংঘর্ষ ১২ দিন স্থায়ী হয়েছিল। নতুন করে উত্তেজনা বাড়লে অর্থনৈতিক সংকট আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা।

ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞায় চাপে ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে তেহরানের বিরুদ্ধে আবারো ‘সর্বোচ্চ চাপ প্রয়োগ’ নীতি চালু করেছেন। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি আরো জর্জরিত। একই সঙ্গে জাতিসংঘও ইরানের ওপর আর্থিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে পারমাণবিক কর্মসূচি নিয়ে মতবিরোধের কারণে।

খোলা বাজারে রিয়ালের মূল্য এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। গত বুধবার (৩ ডিসেম্বর) ব্যবসায়ীরা এক ডলারের দাম নির্ধারণ করেছেন প্রায় ১২ লাখ রিয়াল—যা দেশটির অর্থনীতির ভঙ্গুর অবস্থার প্রতিচ্ছবি।

বিশ্লেষকদের মতে, পশ্চিমা নিষেধাজ্ঞার পাশাপাশি ওয়াশিংটন-তেহরান পারমাণবিক আলোচনার স্থবিরতাই রিয়ালের অবমূল্যায়নের সবচেয়ে বড় কারণ।

সুত্র: এপি

এসআর

পূর্ব এশিয়ার জলসীমায় নজিরবিহীন নৌ–শক্তি প্রদর্শনে চীন, বাড়ছে আঞ্চলিক উত্তেজনা

৪০ বছরের মধ্যে প্রথম সরাসরি বৈঠকে লেবানন-ইসরাইল

রাশিয়া-ইউক্রেন আলোচনায় অচলাবস্থা কাটাতে পারেন কেবল ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ শেষ করতে চান পুতিন, যুক্তরাষ্ট্র–কিয়েভ আলোচনার প্রস্তুতি: ট্রাম্প

ক্যালিফোর্নিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের দুই শহরে অবৈধ অভিবাসন বিরোধী অভিযান শুরু

ভারতের উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় ৪ মেডিকেল শিক্ষার্থী নিহত

রাশিয়া থেকে ইউক্রেনীয় শিশুদের অবিলম্বে ফেরত চাইলো জাতিসংঘ

রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তি ইউরোপের ভবিষ্যত গঠন করবে: তুরস্ক

আফগানিস্তানে জাতিসংঘের ত্রাণ পাঠাতে ফের সীমান্ত খুলে দিলো পাকিস্তান