হোম > বিশ্ব

শান্তি পরিকল্পনা মেনে নিতে ইউক্রেনকে ট্রাম্পের আল্টিমেটাম

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে শান্তি পরিকল্পনা মেনে নিতে ইউক্রেনকে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে তার দেশ। খবর সিএনএনের।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া ২৮ দফা পরিকল্পনায় এমন প্রস্তাব রয়েছে-যা কিয়েভ আগে বাতিল করে দিয়েছিল। পরিকল্পনা অনুযায়ী বর্তমানে তাদের নিয়ন্ত্রণাধীন পূর্বাঞ্চল ছেড়ে দিতে হবে, সেনাবাহিনীর আকার উল্লেখযোগ্যভাবে ছোট করতে হবে এবং ন্যাটোতে যোগদান না করার প্রতিশ্রুতি দিতে হবে।

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, যদি সবকিছু ঠিকভাবে চলে, তাহলে এই সময়সীমা বাড়ানোও যেতে পারে। তাই সবদিক বিবেচনা করেই আমি এ প্রস্তাবের ওপর মতামত জানানোর জন্য ইউক্রেনকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছি। আমি মনে করি এটা যথাযথ। কম নয়, বেশিও নয়।’

শুক্রবার ওভাল অফিসে ট্রাম্প বলেন, এই পরিকল্পনা শান্তি প্রতিষ্ঠার একটি উপায়-এ বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। তিনি বলেন যে এর জন্য জেলেনস্কির অনুমোদনের প্রয়োজন। তবে তার মতে, এটি গ্রহণ করা ছাড়া জেলেনস্কির কাছে আর কোনো উপায় নেই।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘তাকে (জেলেনস্কি) এটি গ্রহণ করতে হবে। যদি তিনি এটি গ্রহণ না করেন তবে তাদের লড়াই চালিয়ে যেতে হবে।’

এরআগে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে বলেন, তিনি মার্কিন প্রস্তাব পেয়েছেন এবং তিনি বিশ্বাস করেন যে এটি ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করতে পারে।

আরএ

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি অধিকারকর্মীর মামলা

গাজায় ইসরাইলের বিরামহীন হামলা

বাণিজ্য বাড়াতে ভারতকে পাশে চায় আফগানিস্তান

গাজার শিশুরা নয় গাধারা স্বাগত, জার্মানির ডাবল স্ট্যান্ডার্ড

৫০ কোটি পাউন্ডে বিক্রি হচ্ছে ‘দ্য টেলিগ্রাফ’

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার

সুদানে সহিংসতা থামানোর আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ওভাল অফিসে রোনালদোর সঙ্গে ফুটবল খেললেন ট্রাম্প!

চীনা পর্যটক কমলেও উদ্বিগ্ন নন জাপানি ব্যবসায়ীরা

নানা সমস্যার পরেও নীতীশ কুমারই কেন ফের মুখ্যমন্ত্রী?