রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত তিনি। তবে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়ার স্বার্থ আগে বিবেচনা করতে হবে বলে জানিয়েছেন তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক হওয়ার কথা থাকলেও, তা স্থগিত হয়। আপাতত রুশ প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকের কোনো সম্ভাবনা নেই বলে জানান হোয়াইট হাউজের এক কর্মকর্তা।
রোববার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএকে ল্যাভরভ বলেন, মার্কিন প্রেসিডেন্ট মার্কো রুবিওর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, ‘ইউক্রেনীয় সমস্যা নিয়ে আলোচনা এবং দ্বিপক্ষীয় এজেন্ডা তুলে ধরার জন্য এটি গুরুত্বপূর্ণ। এই কারণেই আমরা টেলিফোনে যোগাযোগ করি এবং প্রয়োজনে মুখোমুখি বৈঠক করতে প্রস্তুত।’
গত মাসে ট্রাম্প-পুতিন বৈঠক স্থগিত হওয়ার পর, ল্যাভরভ আর রুশ প্রেসিডেন্টের সুনজরে নেই বলে জল্পনা শুরু হয়। তবে এমন জল্পনা উড়িয়ে দিয়েছে ক্রেমলিন।
আরএ