হোম > বিশ্ব

ইসরাইলের ভূগর্ভস্থ কারাগারে বিনা বিচারে আটক ফিলিস্তিনিরা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইসরাইলের একটি ভূগর্ভস্থ কারাগারে অনেক ফিলিস্তিনিকে আটকে রাখা হয়েছে। রাকেফেত নামে এই কারাগারে সূর্যের আলো পৌঁছায় না। পর্যাপ্ত খাবার দেয়া হয় না বন্দিদের। এমনকি পরিবার বা বহির্বিশ্বের খবরও তাদের দেয়া হয় না। খবর দ্য গার্ডিয়ানের

প্রতিবেদনে বলা হয়, বন্দিদের মধ্যে কমপক্ষে দুইজন বেসামরিক নাগরিক। তাদেরকে কয়েক মাস ধরে কোনো অভিযোগ বা বিচার ছাড়াই আটক রাখা হয়েছে। তাদের মধ্যে একজন নার্স অন্যজন একজন তরুণ খাদ্য বিক্রেতা। পাবলিক কমিটি এগেইনস্ট টর্চার ইন ইসরাইলের (পিসিএটিআই) আইনজীবীরা তাদের পক্ষে প্রতিনিধিত্ব করছেন।

জানুয়ারিতে এই দুই ব্যক্তিকে ভূগর্ভস্থ রাকেফেত কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। সেখানে নির্যাতন ও নিয়মিত মারধর করা হতো বলে জানিয়েছেন তারা।

১৯৮০-এর দশকের গোড়ার দিকে রাকেফেত কারাগারটি ইসরাইলের সবচেয়ে বিপজ্জনক সংগঠিত অপরাধীদের রাখার জন্য তৈরি করা হয়েছিল। তবে কয়েক বছর পরে একে অমানবিক আখ্যা দিয়ে এটি বন্ধ করে দেয়া হয়।

২০২৩ সালে ৭ অক্টোবরের হামলার পর উগ্র-ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এটিকে আবার চালু করার নির্দেশ দেন। সাম্প্রতিক মাসগুলোতে সেখানে আনুমানিক ১০০ বন্দিকে রাখা হয়েছে।

অক্টোবরের মাঝামাঝি সময়ে হওয়া যুদ্ধবিরতির আওতায়, ইসরাইলি আদালতে দোষী সাব্যস্ত ২৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হয়। পাশাপাশি গাজা থেকে আটক এক হাজার ৭০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। যাদের অভিযোগ বা বিচার ছাড়াই অনির্দিষ্টকালের জন্য আটক রাখা হয়েছিল। রাকেফেতে আটক তরুণ ব্যবসায়ীও তাদের মধ্যে ছিলেন।

তবে এখনো এক হাজার ফিলিস্তিনি ইসরাইলের বিভিন্ন কারাগারে আটক রয়েছে। রাকেফেত কারাগারে বন্দি ওই নার্সও আটকদের মধ্যে একজন।

আরএ

আফগান-পাকিস্তান উত্তেজনার মধ্যে ইসলামাবাদ সফরে যাচ্ছে তুরস্কের মন্ত্রীরা

বিরোধীদের আপত্তির মধ্যে ২৭তম সংশোধনী বিল উপস্থাপন

ইউক্রেনের তিন গ্রাম দখল করলো রাশিয়া

আল-শারার মাধ্যমে সিরিয়ার কূটনীতি নতুন পর্বে

ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরে চলছে ভোট

শুকিয়ে যাচ্ছে তেহরানের খাবার পানির উৎস, সামনে কী হবে

দিল্লিতে দূষণবিরোধী বিক্ষোভ, আটক ৮০

চীনা কূটনীতিকের মন্তব্যে জাপানের ক্ষোভ, যুক্তরাষ্ট্রের নিন্দা

গাজায় সুরঙ্গে আটকে পড়া ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার চেষ্টা তুরস্কের

ইকুয়েডরে কারাগারে দাঙ্গা, ৩১ জনের মৃত্যু