প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন, শিক্ষা ও নিরাপত্তা নীতি এবং কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে শনিবার (১৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছেন প্রায় সত্তর লাখ মানুষ। এবার সেই বিক্ষোভ নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে উপহাস করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি ট্রাম্পকে কটাক্ষ করে বলেন, ক্ষমতা থাকলে সেই বিক্ষোভ দমন করে দেখান।
খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্টে জানান, বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিয়ে আমেরিকার নানা প্রান্তে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছেন। যদি আপনি (ট্রাম্প) এতটাই সক্ষম হন, তবে বিক্ষোভকে দমন করুন। বিক্ষোভকারীদের ঘরে পাঠান। শেষে ট্রাম্পকে কটাক্ষ করে খামেনি লেখেন, ‘অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ না-করে, নিজের দেশের বিক্ষোভ নিয়ে ভাবুন।
ইতোমধ্যে, পরমাণুচুক্তি করতে চেয়ে আলোচনার টেবিলে বসার জন্য ইরানকে বারবার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের দাবি করেছে, তারা কখনো যুক্তরাষ্ট্রের সামনে মাথা নত করবে না। যদি তাদের শর্ত মেনে চুক্তি করা হয়, তবেই আলোচনায় বসবে। দু’পক্ষের টানাপোড়েনের ফলে এখনো কোনো আশার আলো দেখেনি পরমাণু চুক্তি।
এর আগে, গত জুনে ইরান-ইসরাইল সংঘর্ষের সময়ে ইরানের পরমাণুকেন্দ্রগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। ট্রাম্প দাবি করেছিলেন, মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পরমাণুকেন্দ্রগুলো! তবে ওই হামলায় পরমাণুকেন্দ্রগুলোর কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে।