২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা আগ্রাসনে ইতোমধ্যে মৃতের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়েছে। ট্রাম্পের মধ্যস্থতায় গত ১০ অক্টোবর গাজা যুদ্ধ বিরতি কার্যকর হলেও এখনো নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। ইসরাইলের এমন হামলা আর অবরোধের কারণে গাজায় কার্যত বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। আর এমন পরিস্থিতে আশার আলো দেখাচ্ছেন গাজার তল আল-হাওয়া এলাকার ২৭ বছরের ফিলিস্তিনি যুবক ইয়াহিয়া খাজাইক।
তিনি পরিত্যক্ত একটি ইসরাইলের ট্যাঙ্ককে সৌরশক্তিচালিত চার্জিং স্টেশনে রূপান্তর করেছেন। এর ফলে গাজার বাসিন্দারা এখন তাদের মোবাইল ফোন বা ব্যাটারি চার্জ করার জন্য এই ‘ট্যাঙ্ক-স্টেশন’ ব্যবহার করছেন।
এটি একটি ছোট সৌর সিস্টেম — যা ইতিমধ্যেই অনেক গাজাবাসীর জন্য জীবনরেখা হিসেবে কাজ করছে। ফোন চার্জ করা এখন শুধু যোগাযোগ বা খবর পানির মাধ্যম নয়, বরং তা হয়ে উঠেছে ভুক্তভোগীদের সঙ্গে সংযোগ রাখার, জীবনের প্রয়োজনীয় সংবাদ জানার এবং আলো–বিদ্যুৎ পাওয়া একমাত্র উপায়।
গাজার এই উদ্যোগ দেখাচ্ছে, যুদ্ধ ও আয়োজনের মধ্যে সাধারণ মানুষ কিভাবে সৃজনশীলতা আর সংঘর্ষ–পরবর্তী বাস্তবতায় টিকিয়ে নেবার চেষ্টা করছে।
সূত্র: আল-জাজিরা।