হোম > বিশ্ব

স্যুটকেস থেকে ‘বিউটি ইনফ্লুয়েন্সার’-এর মরদেহ উদ্ধার, প্রাক্তন প্রেমিকের স্বীকারোক্তি

আমার দেশ অনলাইন

অস্ট্রিয়ান বিউটি ইনফ্লুয়েন্সার স্টেফানি পাইপারের মৃতদেহ জঙ্গলে স্যুটকেসের ভেতরে পাওয়া যায়। প্রাক্তন প্রেমিক পিটার খুনের কথা স্বীকার করেছেন। সংগৃহীত ছবি

অস্ট্রিয়ান বিউটি ইনফ্লুয়েন্সার স্টেফানি পাইপারকে তার প্রাক্তন প্রেমিক হত্যা করে স্যুটকেসে লুকিয়ে বনভূমিতে কবর দিয়েছে বলে রোববার অস্ট্রিয়ান গণমাধ্যমে জানানো হয়েছে। মেকআপ, ফ্যাশন ও সঙ্গীতবিষয়ক কন্টেন্টের জন্য পরিচিত পাইপার মারা যাওয়ার সময় তার বয়স ছিল ৩১।

স্টাইরিয়ান স্টেট পুলিশ জানিয়েছে, ২৩ নভেম্বর এক পার্টি থেকে বাড়ি ফেরার পর তিনি নিখোঁজ হন। অস্ট্রিয়ান গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পার্টির পর পাইপার তার এক বন্ধুকে বার্তা পাঠান যে তিনি নিরাপদে বাড়ি পৌঁছেছেন। কিন্তু কিছুক্ষণ পরই তিনি আরেকটি বার্তায় জানান, তার সিঁড়িঘরে কেউ আছে বলে মনে হচ্ছে।

পাইপারের প্রতিবেশীরা জানান, সেদিন ভবনে তর্কাতর্কির শব্দ শোনা যায় এবং তারা তার প্রাক্তন প্রেমিককে ভবনের ভেতর দেখতে পান। পরে পরিবারের সদস্য ও সহকর্মীরা যোগাযোগ করতে না পারায় পুলিশে নিখোঁজ ডায়েরি করা হয়।

পুলিশ জানায়, পাইপারের প্রাক্তন প্রেমিককে স্লোভেনিয়ায় গ্রেপ্তার করা হয়। এসময় তিনি তার জ্বলন্ত গাড়ির পাশে অবস্থান করছিলেন। গত সপ্তাহে প্রকাশিত পুলিশের বিবৃতিতে বলা হয়, ওই ব্যক্তি একাধিকবার গাড়ি নিয়ে স্লোভেনিয়ায় যাতায়াত করেছিলেন।

২৪ নভেম্বর স্লোভেনিয়ান পুলিশ জানায়, অস্ট্রিয়া-স্লোভেনিয়া সীমান্তের কাছে একটি ক্যাসিনোর পার্কিংয়ে একটি গাড়িতে আগুন লাগে—যা ওই অভিযুক্তেরই ছিল।

স্বীকারোক্তি ও লাশ উদ্ধারে সহায়তা

অস্ট্রিয়ার গণমাধ্যম ক্রোনেন জেইতাং –এর প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তকে অস্ট্রিয়ায় প্রত্যর্পণ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে তিনি সহযোগিতা করতে সম্মত হয়েছেন। তিনি স্বীকার করেন, তিনি পাইপারকে শ্বাসরোধে হত্যা করে দেহ স্যুটকেসে ভরে স্লোভেনিয়ার একটি বনে কবর দেন। পরে তিনি পুলিশকে লাশের স্থানে নিয়ে যান।

স্টাইরিয়ান স্টেট পুলিশ আরও নিশ্চিত করেছে যে অভিযুক্তের দুই পুরুষ আত্মীয়কেও মামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।

স্টেফানি পাইপারের মৃত্যু অস্ট্রিয়ায় গভীর শোক ও ক্ষোভের জন্ম দিয়েছে, এবং নারীর প্রতি সহিংসতা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

এসআর

নতুন বাবরি মসজিদ বানাতে চেয়ে বরখাস্ত ভারতীয় রাজনীতিক

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

পূর্ব এশিয়ার জলসীমায় নজিরবিহীন নৌ–শক্তি প্রদর্শনে চীন, বাড়ছে আঞ্চলিক উত্তেজনা

এক টাকায় মিলছে ১০,৭০০ ইরানি রিয়াল

৪০ বছরের মধ্যে প্রথম সরাসরি বৈঠকে লেবানন-ইসরাইল

রাশিয়া-ইউক্রেন আলোচনায় অচলাবস্থা কাটাতে পারেন কেবল ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ শেষ করতে চান পুতিন, যুক্তরাষ্ট্র–কিয়েভ আলোচনার প্রস্তুতি: ট্রাম্প

ক্যালিফোর্নিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের দুই শহরে অবৈধ অভিবাসন বিরোধী অভিযান শুরু

ভারতের উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় ৪ মেডিকেল শিক্ষার্থী নিহত