ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) এ কথা জানায়। ফ্লাইটের বিষয়ে তথ্য জানতে টার্মিনালে ভিড় করছেন যাত্রীরা।
সংযুক্ত আরব আমিরাত সমর্থিত ইয়েমেনের সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) এবং সৌদি আরব সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের মধ্যে অব্যাহত উত্তেজনার কারণে ফ্লাইট বন্ধ করা হলো।
চ্যানেল এআইসি এক প্রতিবেদনে জানায়, সৌদি আরব এডেন বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দিয়েছে, যার ফলে এই বিমানবন্দরের কার্যক্রম সম্পূর্ণ স্থগিত করা হয়েছে।
এডেন আন্তর্জাতিক বিমানবন্দর মূলত সৌদি আরব, মিশর ও জর্ডানে ফ্লাইট পরিচালনা করে।
এদিকে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির অংশ হিসেবে এসটিসি কর্তৃপক্ষের অধীনে পরিচালিত পরিবহন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় সৌদি আরবের আকস্মিক পদক্ষেপের নিন্দা জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন আরব জোটের কাছ থেকে তারা একটি স্মারক পেয়েছে, যাতে সব আন্তর্জাতিক ফ্লাইটকে প্রথমে জেদ্দা বিমানবন্দরে যাত্রাবিরতি এবং সেখানে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। পর্যবেক্ষণ শেষে জেদ্দা থেকে ফ্লাইটগুলো পরবর্তী গন্তব্যে যাবে।
তারা জানিয়েছে, এই পদক্ষেপে তারা মর্মাহত। তবে সৌদি কর্তৃপক্ষ পরে স্পষ্ট করে জানিয়েছে, এই নিষেধাজ্ঞা কেবল এডেন ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পরিচালিত ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য।
সূত্র: আল জাজিরা/টিআরটি ওয়ার্ল্ড
আরএ/এসআই