ফিলিপাইনে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতকর্তা জারি করা হয়। তবে আশঙ্কা কেটে যাওয়ায় সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেয়া হয়েছে। খবর বিবিসির।
দেশটির ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, স্থানীয় সময় আজ (শুক্রবার) সকালে ৯টা ৪৩ মিনিটে মিন্দানাও অঞ্চলের দাভাও ওরিয়েন্টালের মানয় শহরের কাছে ভূপৃষ্টের ১০ কিলোমিটার গভীরে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা জারি করা হয়। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানায়, স্বাভাবিক জোয়ারের চেয়ে এক মিটারেরও বেশি উচ্চতার ঢেউ হতে পারে।
উপকূলীয় বিভিন্ন অঞ্চলে বসবাসকারী লোকজনকে অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য পরামর্শ দেয় কর্তৃপক্ষ।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফিলিপিইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জানিয়েছেন, সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
ফিলিপান ছাড়াও ইন্দোনেয়াতেও সুনামি সতকর্তা জারি করা হয়েছিল। ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় সুলাওয়েসি এবং পাপুয়া সুনামির সতর্কতা জারি করা হয়। সতর্কতায় বলা হয়, ১ দশমিক ৬ ফুট উচ্চতার ঢেউ উপকূলীয় এলাকায় আছড়ে পড়তে পারে।
আরএ