তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে বলেছে, মধ্যপ্রাচ্যে প্রত্যেক আমেরিকান এখন ‘বৈধ লক্ষ্য’।
রোববার এক বিবৃতিতে বলা হয়, ইরান এমন সব বিকল্প ব্যবহার করবে, যা আগ্রাসী ফ্রন্টের উপলব্ধির বাইরেও চলে যায়।
আইআরজিসি আরো জানিয়েছে, তারা ইসরাইলকে লক্ষ্য করে হামলা চালানো অব্যাহত রাখবে। উল্লেখ্য, ১৩ জুন ইসরাইল ইরানে হামলা চালানোর পর থেকে দেশটি একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে।