হোম > বিশ্ব

ইসরাইলি বাধায় আশ্রয় সংকট, গাজায় শীতে আরো এক শিশুর মৃত্যু

আমার দেশ অনলাইন

ছবি: টিআরটি ওয়ার্ল্ড।

গাজায় তীব্র শীতের কারণে আরো এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে শীতকালীন বৈরী আবহাওয়ার কবলে পড়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। সাহায্য সংস্থাগুলি বলছে, কম্বল, হিটার এবং গরম পোশাকের অভাব, শীতের এই সংকটকে আরো জটিল করে তুলছে। বিশেষত, যুদ্ধবিরতি উপেক্ষা করে আশ্রয় সামগ্রী প্রবেশে ইসরাইলি বাঁধা বাস্তুচ্যুত গাজাবাসীকে চূড়ান্ত বিপদে ফেলেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, তাপমাত্রার কমায় তীব্র শীতের কারণে এক মাস বয়সি সাইদ আসাদ আবিদীন মারা গেছে, যার ফলে সাম্প্রতিক সময়ে তীব্র আবহাওয়া ঠান্ডার কারণে মারা যাওয়া মানুষের সংখ্যা ১৩ জনে দাঁড়িয়েছে।

সিভিল ডিফেন্স কর্মকর্তারা একদিন আগে সতর্ক করে জানিয়েছিলেন, শৈত্যপ্রবাহের মারাত্মক হুমকিতে রয়েছে শিশুরা, কেননা লাখ লাখ বাস্তুচ্যুত পরিবার আশ্রয়, তাপ বা শীতকালীন সরবরাহের অভাবে রয়েছে।

গাজার বেশিরভাগ আবাসন ধ্বংস হয়ে যাওয়ায়, অনেক পরিবার তাঁবু বা অস্থায়ী কাঠামোতে বসবাস করছে যা বৃষ্টি, বাতাস এবং তাপমাত্রার নিম্নগতি থেকে খুব কম সুরক্ষা প্রদান করে।

গাজার সরকারি মিডিয়া অফিস বারবার অভিযোগ করেছে, ইসরাইল ১০ অক্টোবরের যুদ্ধবিরতি এবং মানবিক প্রোটোকলের বাধ্যবাধকতা পূরণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে, গাজায় ইসরাইলের গণহত্যা যুদ্ধে প্রায় ৭০,৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু, এবং ১,৭১,০০০ এরও বেশি আহত হয়েছে, যার ফলে উপত্যকাটি একটি বড় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে ইউরোপকে অধিক নির্ভরতা কমাতে হবে

ট্রাম্পের হুমকি: কলম্বিয়া সেনাবাহিনীর প্রতি যে আহ্বান মাদুরোর

মার্কিন শুল্ক চাপে ভারত, মুক্ত বাণিজ্য চুক্তির আশ্রয়ে নয়া কৌশল

হরমুজ দ্বীপে বৃষ্টির পর রক্তলাল হলো মাটি ও সমুদ্রের পানি

১২৫ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম বছর পার করেছে আর্কটিক

৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল তাইওয়ান

বন্ডির ঘটনার পর অস্ট্রেলিয়ায় ঘৃণামূলক বক্তব্যে কড়াকড়ি

বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড ছুঁইছুঁই, কেন এই ঊর্ধ্বগতি

যুক্তরাষ্ট্রের একের পর এক হুমকি, ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ইরান