হোম > বিশ্ব

গাজা দখলে ইসরাইলের পরিকল্পনা ব্যর্থ হবে: হামাস

আমার দেশ অনলাইন

ছবি: বিবিসি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, পুরো গাজা দখলে ইসরাইলের পরিকল্পনা ব্যর্থ হবে। এক বিবৃতিতে হামাস জানায়, ইসরাইল অতীতে যেভাবে ব্যর্থ হয়েছে, এবারো তাই হবে। পুরো গাজা দখলে ইসরাইলের অভিযান শুরুর প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছে হামাস। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

হামাস ইসরাইলকে হুমকি দিয়ে বলেছে গাজা দখল কোনো ‘পিকনিক’ হবে না।

বুধবার ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ গাজা শহর দখলের লক্ষ্যে ‘অপারেশন গিডিয়নের রথ-২’ নামে অভিযান শুরু করার পরিকল্পনা অনুমোদন করার পর এই বিবৃতি দিলো হামাস।

হামাস বলেছে, এই পরিকল্পনা গাজা উপত্যকায় ২২ মাসের বেশি সময় ধরে চলা গণহত্যার ধারাবাহিকতা এবং যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে কাজ করা মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রতি অবজ্ঞার শামিল।

বিবৃতিতে হামাস জোর দিয়ে বলেছে, তারা মধ্যস্থতাকারীদের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করলেও, ইসরাইলি সরকার গাজা সিটি ধ্বংস এবং গাজার নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নৃশংস যুদ্ধ চালিয়ে যাওয়ার ওপর জোর দিচ্ছে।

এতে আরো বলা হয়েছে, ‘ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি অবজ্ঞা প্রমাণ করে, ‘তিনিই চুক্তি লঙ্ঘনকারী, বন্দিদের জীবনের প্রতি তার দায় নেই এবং তাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে তিনি আগ্রহী নন।’

ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে ইসরাইলের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের জন্য মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে হামাস।

এরআগে পুরো গাজা দখলে অভিযান শুরু করে দখলদার ইসরাইলি বাহিনী। ইসরাইল জানিয়েছে, গাজা সিটির বৃহত্তম নগর কেন্দ্র দখলের জন্য পরিকল্পিত আক্রমণের প্রথম ধাপ শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে গাজায় ইসরাইলি হামলা এবং অনাহারে কমপক্ষে ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

চলতি সপ্তাহে ইসরইলি ট্যাঙ্ক গাজা সিটির কেন্দ্রস্থলের কাছাকাছি চলে আসায় প্রায় দশ লাখ ফিলিস্তিনি আটকা পড়েছেন।

এদিকে, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। পুরো গাজা দখলে ইসরাইলের সামরিক অভিযান শুরুর প্রতিক্রিয়ায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ আহ্বান জানান।

আরএ

কানাডার প্রতিনিধিদলকে পশ্চিম তীরে প্রবেশে ইসরাইলের বাধা

কানাডার এমপিদের পশ্চিম তীরে প্রবেশে ইসরাইলের বাধা

নিতীশ কুমারের পদত্যাগের দাবি বিভিন্ন দলের নেতাদের

গাজায় প্রচণ্ড শীতে জমে নবজাতকের মৃত্যু

আফগানদের জোরপূর্বক দেশে ফেরত পাঠনো বন্ধের আহ্বান অ্যামনেস্টির

সেভেন-সিস্টার্স বিচ্ছিন্ন করার হুমকি সহ্য করা হবে না: আসামের মুখ্যমন্ত্রী

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন গাজার চিকিৎসকরা

ইমরান খানের বোনদের অবস্থান ধর্মঘটে পুলিশের বাধা

ইরানে নিরাপত্তা চেকপোস্টে বন্দুকধারীর সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশসহ নিহত ৪

ভেনেজুয়েলার আকাশসীমায় বিমান চলাচলে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কতা