হোম > বিশ্ব

শুল্ক কমাতে বারবার ট্রাম্পের কাছে ধরনা দিচ্ছেন মোদি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে মোদি একথা জানান। রাশিয়া থেকে তেল কেনায় ভারতীয় পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করেছেন ট্রাম্প। এরপর থেকে মোদি ট্রাম্পের সঙ্গে তিনবার কথা বলেছেন। ভারতের ওপর আরোপ করা শুল্কে বোঝা থেকে মুক্তি চাইছে নয়াদিল্লি। খবর দ্য ডনের।

মোদি এক্সে দেয়া পোস্টে জানান, তাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

মোদি ট্রাম্পের সঙ্গে তার কথোপকথনকে ‘উষ্ণ ও আন্তরিক’ বলে বর্ণনা করে বলেন, বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ চালিয়ে যাবে দুই দেশ।

হোয়াইট হাউজের একজন কর্মকর্তা ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী আলোচনা হয়েছে সে সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি।

মোদি-ট্রাম্পের এই ফোনালাপ এমন এক সময়ে হলো, যখন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল বাণিজ্য আলোচনার জন্য ভারতে রয়েছে। নয়াদিল্লি রাশিয়ার তেল কেনার কারণে ওয়াশিংটনের আরোপিত শাস্তিমূলক শুল্ক থেকে মুক্তি চাইছে। নাম প্রকাশ না করার শর্তে প্রশাসনের একজন কর্মকর্তা বলেছেন, চলতি বছরে বাণিজ্য চুক্তি করা সম্ভব কিনা তা স্পষ্ট নয়।

গত জুলাইয়ের শেষের দিকে দুই পক্ষের মধ্যে বাণিজ্য আলোচনা ভেঙে যায়, ভারত মার্কিন কৃষি পণ্যের জন্য তার বাজার খোলার বিরোধিতা করে।

ভারত সরকারের তথ্য অনুযায়ী, অক্টোবরে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি প্রায় ৯ শতাংশ কমে ৬.৩১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা আগের বছর ছিল ৬.৯১ বিলিয়ন ডলার।

সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে যেতে চাইলে মিলবে না ভিসা

অস্ট্রিয়ায় হিজাব নিষিদ্ধের আইন পাস, বৈষম্যের অভিযোগ বিশেষজ্ঞদের

গাজায় গত ২৪ ঘণ্টায় শীতকালীন ঝড়ে নিহত ১০

নরওয়ের বিরুদ্ধে কূটনৈতিক আচরণ ভঙ্গের অভিযোগ, রাষ্ট্রদূতকে তলব পাকিস্তানের

যেভাবে যুক্তরাষ্ট্রের অতি গোপনীয় বোমার প্রযুক্তি হস্তগত করল ইরান

রাশিয়ার তেল কিনতে ভারতের নতুন কৌশল

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর সিভেরস্ক দখলের দাবি রাশিয়ার

পাকিস্তানের সঙ্গে বিকল্প ব্যাংকিং চ্যানেল খুঁজছে রাশিয়া

‘ধুরন্ধর’ছবির মুক্তি, ফের শুরু ভারত-পাকিস্তান বিতর্ক

কোনো দেশের বিরুদ্ধে আফগানিস্তানের মাটি ব্যবহার হবে না