হোম > বিশ্ব

মিশরে হামাস-ইসরাইলের প্রতিনিধি দল

গাজা যুদ্ধ বন্ধের আলোচনা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনার জন্য মিসরের রাজধানী কায়রোতে আজ (সোমবার) বৈঠকে বসতে যাচ্ছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরাইলের প্রতিনিধিদল। দুপক্ষের মধ্যে পরোক্ষ আলোচনায় সহায়তা করতে মধ্যস্থতাকারীরাও কায়রো যাচ্ছেন।

ফিলিস্তিনি গোষ্ঠী হামাস জানিয়েছে খলিল আল-হাইয়ার নেতৃত্বে তাদের প্রতিনিধিদল কায়রোতে পৌঁছেছে।

অন্যদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, শীর্ষ আলোচক রন ডার্মারের নেতৃত্বে ইসরাইলের প্রতিনিধিদল আজ (সোমবার) আলোচনার জন্য রওনা হবে।

এর আগে হামাস জানিয়েছিল তারা গাজা নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অংশ হিসেবে ইসরাইলি জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত। তবে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার অন্য দিকগুলোর বিষয়ে রাজি হয়নি হামাস।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার বলেছেন, ‘কারিগরি বিবরণ চূড়ান্ত করার জন্য’ মধ্যস্থতাকারীদের তিনি মিসরে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

এদিকে কায়রো নিশ্চিত করেছে যে, ‘ইসরাইল ও ফিলিস্তিনের সব বন্দিবিনিময়ের মৌলিক শর্তাবলি ও বিবরণ’ নিয়ে আলোচনার জন্য হামাসের একটি প্রতিনিধিদলকেও আমন্ত্রণ জানানো হবে। মিসরের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধরত পক্ষগুলো রোববার ও সোমবার পরোক্ষ আলোচনা করবে।

ট্রাম্পের প্রস্তাবের অন্তর্ভুক্ত বিনিময় শর্ত অনুসারে ইসরাইলি সব জিম্মিকে মুক্তি দেওয়ার বিষয়ে নিজেদের সম্মতির কথা গত শুক্রবার রাতে ঘোষণা করে হামাস। হামাসের এই বিবৃতিকে তাৎক্ষণিকভাবে স্বাগত জানিয়ে হামাস ‘স্থায়ী শান্তির জন্য প্রস্তুত’ বলে মন্তব্য করেন ট্রাম্প। এ সময় ইসরাইলকে অবিলম্বে বোমা হামলা বন্ধ করার আহ্বান জানান ট্রাম্প।

এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প তার জামাতা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যের আলোচক স্টিভ উইটকফকে মিসরে দূত করে পাঠিয়েছেন। ‘কোনো বিলম্ব সহ্য করা হবে না’ উল্লেখ করে হামাসকে দ্রুত একটি চুক্তির দিকে এগিয়ে যেতে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় সব চুক্তি বন্ধ করা হবে বলে সতর্ক করেন ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, গাজা থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে ইসরাইল প্রাথমিকভাবে সম্মত হয়েছে এবং বিষয়টি হামাসকে জানানো হয়েছে। হামাসের পক্ষ থেকে নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং জিম্মি ও বন্দিবিনিময় শুরু হবে। এর পরবর্তী পর্যায়ে সেনা প্রত্যাহারের পরিস্থিতি তৈরি করা হবে বলেও পোস্টে উল্লেখ করেন ট্রাম্প।

যুদ্ধবন্ধের আলোচনার মধ্যেই গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। রোববার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত বিবৃতিতে বলা হয়, আগের ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় গাজায় ৬৫ জন নিহত ও ১৫৩ জন আহত হয়েছেন। এ নিয়ে দুই বছরের আগ্রাসনে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ১৩৯ ও আহতের সংখ্যা এক লাখ ৬৯ হাজার ৫৮৩।

এদিকে একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সোমবার শুরু হতে যাওয়া ইহুদিদের সপ্তাহব্যাপী উৎসব সুক্কোতের কথা উল্লেখ করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আসন্ন দিনগুলোতে আমরা আমাদের সব জিম্মিকে ফিরিয়ে আনতে সক্ষম হব।’ ‘ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী কূটনৈতিকভাবে অথবা আমাদের সামরিক অভিযানের মাধ্যমে হামাসকে নিরস্ত্র করা হবে’ বলেও মন্তব্য করেন নেতানিয়াহু।

তবে দীর্ঘদিন ধরে হামাস দৃঢ়ভাবে বলে আসছে যে কেবল ইসরাইলের দখলদারিত্বের অবসান হলেই হামাস নিরস্ত্র হবে।

কাশ্মীরে হিন্দুত্ববাদ ও সম্মিলিত শাস্তির কঠোর বাস্তবতা

জেলেনস্কির সঙ্গে বৈঠকে ইউরোপীয় নেতারা

জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

পাকিস্তানকে হুমকি দিলে কঠোর জবাব দেওয়া হবে

ফাঁস হওয়া ভিডিওতে আসাদ: ঘৌতা জাহান্নামে যাক

তাইওয়ানে ৫.৩ মাত্রার ভূমিকম্প

কাতারের আমিরকে স্বাগত জানালেন সৌদি যুবরাজ

নেতানিয়াহুকে মামদানির গ্রেপ্তারের ঘোষণা: আন্তর্জাতিক আইন কী বলে?

ফাঁস হওয়া ভিডিওতে আসাদ: খাবার কিনতে পারে না মসজিদে ব্যয় করে

রাশিয়ায় কেমন জীবন কাটছে স্বৈরশাসক আসাদের