হোম > বিশ্ব

বাংলাদেশ-নেপাল-পাকিস্তান সীমান্তে কড়া সতর্কতা জারি করলো ভারত

দিল্লিতে বিস্ফোরণ

আমার দেশ অনলাইন

দিল্লির লাল কেল্লার কাছে সোমবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। বিস্ফোরণে পর বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত।

মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। বিএসএফ টহল ও নজরদারি বাড়িয়েছে, সীমান্তে কড়া তল্লাশি চলছে।

এছাড়াও বিস্ফোরণের পর দেশটির রাজধানীসহ দেশজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। দিল্লির গুরুত্বপূর্ণ স্থান, মেট্রো স্টেশন, বিমানবন্দর ও সরকারি ভবনে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে মুম্বাই, কলকাতা, উত্তরপ্রদেশ ও হরিয়ানাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে, মার্কিন দূতাবাসও ভারতে অবস্থিত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং লাল কেল্লা-সংলগ্ন এলাকা এড়িয়ে চলতে বলেছে। তদন্তে এনআইএ ও এনএসজি যুক্ত হয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধান অব্যাহত রয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লির নিকটবর্তী ঐতিহাসিক লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় কমপক্ষে ৮ নিহত হয়েছেন বলে জানিয়েছে, নগর পুলিশের মুখপাত্র সঞ্জয় ত্যাগী।

স্থানীয় গণমাধ্যমের ভিডিওতে ফুটেজে, দিল্লির একটি মেট্রো স্টেশনের কাছে যানজটপূর্ণ রাস্তায় একাধিক গাড়ি থেকে আগুন এবং ধোঁয়া বের হতে দেখা গেছে।

লাল কেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি এবং তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সঞ্জয় ত্যাগী ।

দিল্লির ডেপুটি ফায়ার চিফ জানিয়েছেন, কমপক্ষে ছয়টি গাড়ি এবং তিনটি অটোরিকশায় আগুন লেগেছে, তিনি আরও জানিয়েছেন, দমকল বাহিনীর সদস্যরা আগুন নেভাতে সক্ষম হয়েছেন।

আমরা একটি বড় শব্দ শুনেছি, আমাদের জানালা কেঁপে উঠেছে," নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাসিন্দা এনডিটিভিকে জানিয়েছেন।

বারিশা থেকে হোয়াইট হাউসে এক অবিশ্বাস্য রাজনৈতিক যাত্রা

সিরিয়ার প্রেসিডেন্টকে আইএসের দুটি হত্যার পরিকল্পনা নস্যাতের দাবি

চেনি নেই, তবু তার যুদ্ধের ভূত এখনো তাড়া করছে বিশ্বকে

দিল্লিতে বিস্ফোরণের পর মুম্বাই-উত্তরপ্রদেশে উচ্চ সতর্কতা জারি

দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

ট্রাম্প বিতর্কে ক্ষমা চাইতে পারে বিবিসি

দক্ষিণ কোরিয়া উপকূলে চীনা নৌকাডুবি, নিখোঁজ ৯

নাইজেরিয়ায় ‘জিহাদী গোষ্ঠী’র মধ্যে সংঘর্ষে নিহত প্রায় ২০০

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবে ১৩ রোহিঙ্গা নিহত

আফগান-পাকিস্তান উত্তেজনার মধ্যে ইসলামাবাদ সফরে যাচ্ছে তুরস্কের মন্ত্রীরা