হোম > বিশ্ব

ইসরাইলের পরিকল্পনায় গাজা পুনর্গঠন চলবে না: হামাস

আমার দেশ অনলাইন

হামাস রোববার সতর্ক করে বলেছে, ইসরাইলের পরিকল্পনার আলোকে গাজা পুনর্গঠন বা ফিলিস্তিনিদের স্থানান্তরের কোনো চেষ্টা তারা মেনে নেবে না।

৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত এক বিবৃতিতে হামাস বলেছে, “গাজা স্ট্রিপ পুনর্গঠন বা ফিলিস্তিনিদের স্থানান্তরের যে কোনো প্রচেষ্টার সঙ্গে হাত মেলানো চলবে না। ফিলিস্তিনিরা তাদের শাসক বাছাই করার একমাত্র কর্তৃত্বশীল এবং নিজেদের ব্যাপার পরিচালনার সক্ষমতা রাখে।”

হামাস আরও বলেছে, “জাতীয় কংসেনসাসের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ ফিলিস্তিনি কৌশল তৈরি করাই একমাত্র পথ, যা ইসরাইলি দখলদার ও তাদের সমর্থকদের পরিকল্পনা মোকাবেলা করতে পারে, যা আমাদের জাতীয় উদ্দেশ্য বিলীন এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা রোধ করতে চায়।”

গত দুই বছরের গাজায় চলা হত্যাযজ্ঞের যুদ্ধে হামাস দাবি করেছে, “ইসরাইলি দখলদার শুধুমাত্র সশস্ত্রহীন নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে।”

বিবৃতিতে বলা হয়েছে, “গাজা স্ট্রিপ, পশ্চিম তীর ও দখলকৃত জেরুজালেমে জায়োনিস্ট শত্রুর এই সিস্টেম্যাটিক ও প্রমাণিত অপরাধ সময়ের সাথে বিলীন হবে না। আমরা আন্তর্জাতিক আদালত ও আন্তর্জাতিক অপরাধ আদালতকে এই অপরাধের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চালিয়ে যেতে আহ্বান জানাচ্ছি।”

হামাস শান্তি চুক্তি মেনে চলার নিশ্চয়তা পুনর্ব্যক্ত করে এবং চুক্তির মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র ও অন্যান্য পক্ষকে ইসরাইলকে ভায়োলেশন বন্ধ করতে, মানবিক সাহায্য পৌঁছে দিতে এবং দুই মিলিয়নেরও বেশি ফিলিস্তিনির জন্য পুনর্বাসন ও পুনর্গঠন কার্যক্রম অবিলম্বে বাস্তবায়ন করতে আহ্বান জানায়।

হামাস স্পষ্ট করে জানিয়েছে, “গাজা স্ট্রিপ বা আমাদের দখলকৃত জমির কোনো ইঞ্চিতে রক্ষাকর্তা বা ম্যান্ডেটের সমস্ত রূপ আমরা প্রত্যাখ্যান করি।”

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

এসআর

ইসরাইলের আপিল বাতিল করে রায় দিল আইসিসি আপিল চেম্বার

ইউক্রেনকে ঋণ দিতে রুশ সম্পদ ব্যবহারের বিরোধী ৬৭% বেলজিয়ান

ফিলিস্তিনি কেফিয়েহ পরে জন্মদিন পালন করলেন মাদুরো

তুর্কি ভিশন পরিকল্পনার ‘মেরুদণ্ড’ প্রকাশ করলেন এরদোয়ান

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলায় পাকিস্তানের নিন্দা

এবার বেলজিয়ামের ইউরোক্লিয়ারের বিরুদ্ধে যে পদক্ষেপ নিলো রাশিয়া

পালানোর পরও পতিত আসাদ পরিবারের বিলাসী জীবন রাশিয়ায়

বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলায় তুরস্কের নিন্দা

ইসরাইলি পুলিশের নিরাপত্তায় আল-আকসায় দখলদারদের ধর্মীয় আচার পালন

দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের বিপজ্জনক কর্মকাণ্ডে ইইউ’র নিন্দা