হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে জবাবদিহির আওতায় আনতে ইরানের চিঠি

আমার দেশ অনলাইন

ছবি: বার্তা সংস্থা মেহের

যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতে জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জাতিসংঘের মহাসচিবকে সম্বোধন করে নিরাপত্তা পরিষদকে দেয়া এক আনুষ্ঠানিক চিঠিতে তিনি এ আহ্বান জানান। চিঠিতে অপরাধীদের বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। খবর বার্তা সংস্থা মেহেরের।

চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গত জুনে ইরানের বিরুদ্ধে ইসরাইলি সামরিক আগ্রাসনকে সমর্থন করতে যুক্তরাষ্ট্রের ভূমিকার নিন্দা জানান। এরআগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের হামলার বিষয়ে মার্কিন তত্ত্বাবধানের কথা স্বীকার করেন। ট্রাম্প বলেন, ‘ইসরাইল প্রথমে (ইরান) আক্রমণ করেছিল। সেই আক্রমণ ছিল অত্যন্ত শক্তিশালী। আমি এর জন্য দায়িত্বে ছিলাম।’

জাতিসংঘ মহাসচিবকে সম্বোধন করে দেয়া চিঠিতে আরাগচি ইরানে ইসরাইলি হামলার বিষয়ে গত ৬ নভেম্বর ট্রাম্পের করা ওই মন্তব্য উদ্ধৃত করা হয়েছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই মন্তব্য ইসরাইলি সামরিক হামলার বিষয়ে মার্কিন নির্দেশনা এবং নিয়ন্ত্রণের স্পষ্ট প্রমাণ।

আরাগচি বলেন, ইসরাইলের হামলায় এক হাজার ১০০ জনেরও বেশি মানুষ নিহত এবং আরো অনেকে আহত হন।

তিনি জোর দিয়ে বলেন, এই হামলা জাতিসংঘ সনদের অনুচ্ছেদ ২(৪) সহ একাধিক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

তার মতে, এই লঙ্ঘনের দায় কেবল ইসরাইলের নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রেরও, যারা ট্রাম্পের স্বীকারোক্তি অনুযায়ী ইসরাইলি আগ্রাসন পরিচালনা ও নিয়ন্ত্রণ করেছিল।

আরএ

মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

এবার ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পেলো চীন

চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের সিদ্ধান্তে যুক্তরাজ্যের প্রতি কড়া সমালোচনা ট্রাম্পের

চীনের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

ভারতে বিজেপির সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, ৩ দিনের শোক ঘোষণা

গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে কী ভূমিকা নিচ্ছে মিত্ররা?

প্রকাশ্য অনুষ্ঠানে উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম জং উন

যুক্তরাষ্ট্রের মিশিগানে তুষারঝড়ে শতাধিক গাড়ির সংঘর্ষ

গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতা করলে ইউরোপে শুল্ক আরোপ ‘১০০%’ বাস্তবায়নের হুমকি ট্রাম্পের